করোনাকালেই রঙের উৎসব। নিয়মবিধি মেনে আর সবার মত দোলে মাতল গোটা টলিউড। কেউ ধুলো ঝাড়লেন স্মৃতির পাতা থেকে। কেউ আবার নতুন করে রঙিন হলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও। এই ছবিটি আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দোলের এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী।
2/10
গঙ্গার ওপর দোল উৎযাপনে মাতলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার।
3/10
সামনেই নির্বাচন। প্রচারের কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী। পুরনো ছবি শেয়ার করি শুভশ্রী লিখলেন, 'মিস ইউ'
4/10
রঙ নয়, আবির খেলার জন্য মিমি বেছে নিলেন ফুল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও। রইল তাঁর নিজের গলায় বলা কবিতাও।
5/10
বন্ধুদের সঙ্গে রঙ খেলায় মাতলেন যশ দাশগুপ্ত।
6/10
সাদা শাড়ি, গোলাপি আবির। ঝলমলে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মনামী ঘোষ।
7/10
বাড়িতেই আয়োজন, নাচে গানে দোলযাত্রা পালন অপরাজিতা আঢ্যর।
8/10
সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছেন। করোনা পরিস্থিতিও দোল খেলেননি এইবছর। নিজের স্কুলে পুরনো দোল খেলার ছবি শেয়ার করলেন ঋতাভরী চক্রবর্তী।
9/10
বিয়ের প্রথম বছরের হোলির ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করলেন প্রিয়ঙ্কা সরকার
10/10
রঙ থেকে দূরে থেকেও তাঁরা রঙিন। মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা।