এক্সপ্লোর
Father's Day 2021: বাস্তব জীবনের হিরো, পিতৃ দিবসে বাবাকে শুভেচ্ছা বলিউড তারকাদের
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
1/11

আজ পিতৃদিবস। বছরভর বাবা তাঁর সন্তানকে ভালবাসা, স্নেহ দিয়ে আগলে রাখেন। আজ তাঁকে সম্মান জানানোর দিন। আর এই বিশেষ দিনে বাবার সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউড অভিনেতা অভিনেত্রী। এদিন ছবি শেয়ার করে অভিনেত্রী জাহ্নবী কপূর লেখেন, “আমার চেনা সেরা পুরুষ। আমি ভাগ্যবতী যে আমি তোমার মেয়ে। হ্যাপি ফাদার্স ডে।’’
2/11

বাবা রনধীর কপূর এবং স্বামী সেফ আলি খানকে একসঙ্গে পিতৃ দিবসের শুভেচ্ছা জানালেন করিনা। দুজনকেই সুপার হিরো বলে সম্বোধন করলেন তিনি।
Published at : 20 Jun 2021 03:54 PM (IST)
আরও দেখুন





















