এক্সপ্লোর
Farhan Shibani Wedding: বিয়ে সারলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর
1/10

বিবাহ সম্পন্ন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। তাঁরা এখন দম্পতি। সদ্য বিবাহিত দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা আমন্ত্রিতদের।
2/10

মুসলিম কিংবা মরাঠী কোনও রীতি মেনেই নয়। ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর বিয়ে করলেন একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে।
3/10

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে 'জিন্দেগি না মিলেগি দোবারা' তারকা অভয় দেওলকে। সদ্য বিবাহিত দম্পতিতে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
4/10

শনিবার খান্ডালায় একাবের ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। দুই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যরা।
5/10

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে রিয়া চক্রবর্তী থেকে হৃত্বিক রোশন। তাঁরাও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন।
6/10

গত দুটো দিন ধরে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের অনুষ্ঠান চলছে। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের পর্ব সেরে আজ শুভপরিণয় সম্পন্ন।
7/10

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের দীর্ঘদিনের সম্পর্ক আর বিবাহিত সম্পর্কে পরিণত হল। উপস্থিত থাকতে দেখা যায় জাভেদ আখতার এবং আরও অনেককে।
8/10

সকলেই যেমন জানেন, কোনও নির্দিষ্ট একটি ধর্মে বিশ্বাসী নন জাভেদ আখতার। বিভিন্ন সময় সাক্ষাৎকারে সেকথা জানান। জাভেদ আখতারের মতো তাঁর সন্তানেরাও ধর্মে বিশ্বাসী নন।
9/10

তাই মুসলিম কিংবা মরাঠী রীতি মেনে বিয়ে করলেন না ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। যদিও ফারহান আখতারের এটি প্রথম বিয়ে নয়।
10/10

এর আগে অধুনাকে বিয়ে করেন ফারহান। তাঁদের দুই সন্তানও রয়েছে। ফারহান-অধুনার সন্তানদের সঙ্গে শিবানীর সম্পর্কও বেশ মধুর। ফারহান-শিবানীর বিয়েতে দুই সন্তানেরও উপস্থিত থাকার কথা জানা যাচ্ছে।
Published at : 19 Feb 2022 05:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
