ডিজিটাল প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে হুমা কুরেশি অভিনীত ওয়েব সিরিজ 'মহারানি'। মুক্তির পরই সাড়া ফেলে দিয়েছে এই পলিটিক্যাল ড্রামা। যার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে হুমাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন-সোহম শা, অমিত সিয়াল, প্রমোদ পাঠক প্রমুখ।
2/5
হুমার জবরদস্ত অভিনয়ের জেরে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ওয়েব সিরিজ। বলা হচ্ছে যে, এতে নিজের কেরিয়ারে সেরা অভিনয় করেছেন হুমা। তাঁর চরিত্রের নাম রানি ভারতী। বিহারের মুখ্যমন্ত্রী ভীমা ভারতী(সোহম শা)-র কর্তব্যপরায়ণ স্ত্রীর ভূমিকা পালন করেছেন। গল্পে দেখানো হয়েছে, কীভাবে একেবারে সমাজের নিচুস্তর থেকে উত্থান হয়েছে ভীমার। ওয়েব সিরিজের একটা বড় অংশ জুড়ে ভীমা ও রানির সুখের পারিবারিক জাীবনকে দেখানো হয়েছে। এরপরেই আসে গল্পের টুইস্ট। ভীমার উপর গুলি চলে। কিন্তু, তিনি রক্ষা পান। এরপর রান্নাঘর থেকে রানিকে টেনে এনে রাজ্য-রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসানো হয়। মুখ্যমন্ত্রী হন তিনি। এই চরিত্র অনবদ্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন হুমা।
3/5
অভিনয় দক্ষতার জেরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা হুমা দিল্লির গার্গী কলেজের ছাত্রী ছিলেন। সেখান থেকে ইতিহাসে স্নাতন করেছেন। এরপর শাহরুখ খান-আমির খানের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে বিজ্ঞাপন দিয়ে শুরু। তখনই তাঁর উপর নজর পড়ে পরিচালক অনুরাগ কাশ্যপের। এরপরই আসে সেই ব্রেকথ্রু। 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পান হুমা।
4/5
'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ পারফরম্যান্সের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি হুমাকে। এরপর একে একে 'লাভ সাভ তে চিকেন খুরানা', 'এক থি ডায়েন', 'জলি এলএলবি ২'-র মতো ছবিতে অভিনয় করেন।
5/5
'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর আগে বিল্লা ২-এর মতো তামিল ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হুমা। এই ছবির জন্য ৭০০ জনের মধ্যে তাঁকে নির্বাচন করা হয়।