এক্সপ্লোর
Kartik Aaryan In Kolkata: কলকাতায় কার্তিক আরিয়ান! 'আমি যে তোমার' গানের লঞ্চে এলেন অভিনেতা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/09105595192f781d155fc32155285c91_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ান
1/10
![সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। দ্বিতীয় সপ্তাহের শেষে ছবি পৌঁছেছে ১০০ কোটির ক্লাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/b17aaf6b32969e69c7447264f56d69154e727.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। দ্বিতীয় সপ্তাহের শেষে ছবি পৌঁছেছে ১০০ কোটির ক্লাবে।
2/10
![শনিবার ছবির গান 'আমি যে তোমার' লঞ্চে কলকাতায় হাজির হলেন বলিউডের হার্টথ্রব কার্তিক। পোজ দিলেন অনুরাগীদের জন্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/c60c0902eab944c11dcc08a78a5a8da6ca0d7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার ছবির গান 'আমি যে তোমার' লঞ্চে কলকাতায় হাজির হলেন বলিউডের হার্টথ্রব কার্তিক। পোজ দিলেন অনুরাগীদের জন্য।
3/10
![এদিন কলকাতার ইভেন্টে এসে 'রুহ বাবা' ওরফে কার্তিক বলেন, 'এই গানটি এতদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/71f5b7b652958f62f05b7b5119ba39e2c019b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন কলকাতার ইভেন্টে এসে 'রুহ বাবা' ওরফে কার্তিক বলেন, 'এই গানটি এতদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি।'
4/10
![অভিনেতা বলেন, 'তবে বারবার অনুরাগীদের অনুরোধে গানটি লঞ্চ করার সিদ্ধান্ত নিই। বিশেষত কলকাতায় এই গানের মুক্তির কথা ভাবা হয় কারণ আমি বিশ্বাস করি যে 'আমি যে তোমার' গানের সঙ্গে কলকাতার একটি বিশেষ সম্পর্ক রয়েছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/40488f2ccdb56199885d172eba49af5d1c826.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেতা বলেন, 'তবে বারবার অনুরাগীদের অনুরোধে গানটি লঞ্চ করার সিদ্ধান্ত নিই। বিশেষত কলকাতায় এই গানের মুক্তির কথা ভাবা হয় কারণ আমি বিশ্বাস করি যে 'আমি যে তোমার' গানের সঙ্গে কলকাতার একটি বিশেষ সম্পর্ক রয়েছে।'
5/10
![কার্তিক আরিয়ান এদিন আরও বলেন, 'করোনা পরবর্তী সময়ে 'ভুল ভুলাইয়া ২' ছবিটিকে সফল করার জন্য অনুরাগীদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/90ccfac332a10656f9d7a9d8b6634c454df04.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কার্তিক আরিয়ান এদিন আরও বলেন, 'করোনা পরবর্তী সময়ে 'ভুল ভুলাইয়া ২' ছবিটিকে সফল করার জন্য অনুরাগীদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।'
6/10
![শহরে এসে এখানকার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে যান অভিনেতা। কলকাতার গৌরব হলুদ ট্যাক্সির মাথায় চড়ে চলে ফটোশেসন। কথা বলেন অনুরাগীদের সঙ্গেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/01174e9d0a6ed795f8e0594970279e0aa30b7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শহরে এসে এখানকার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে যান অভিনেতা। কলকাতার গৌরব হলুদ ট্যাক্সির মাথায় চড়ে চলে ফটোশেসন। কথা বলেন অনুরাগীদের সঙ্গেও।
7/10
![কার্তিক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবি। তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/511822d8fe9636b0217c66e5baad3a9a8facb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কার্তিক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবি। তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়েছেন তিনি।
8/10
![ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ওহ কলকাতা, আমি যে তোমার। আইকনিক হলুদ ট্যাক্সি এবং আইকনিক হাওড়া ব্রিজ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/9603ad9a8b424d25b1dad251a9c3fd00ad467.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ওহ কলকাতা, আমি যে তোমার। আইকনিক হলুদ ট্যাক্সি এবং আইকনিক হাওড়া ব্রিজ।'
9/10
![নীল জিনস, সাদা টি শার্ট তার উপর জ্যাকেটে অভিনেতার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছিল। সঙ্গে ছিল সেই বিশেষ রোদচশমা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/916c2cd51e306cc323c2a487971d117d940a5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নীল জিনস, সাদা টি শার্ট তার উপর জ্যাকেটে অভিনেতার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছিল। সঙ্গে ছিল সেই বিশেষ রোদচশমা।
10/10
![দ্বিতীয় সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই ছবির ব্যবসা হয়েছে ৯৮.৫৭ কোটি টাকা। কার্তিক, কিয়ারা ছাড়াও ছবিতে তাব্বু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতাকে দেখা গেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/fee53170de0ae48955187ed077f4b30b6d1c6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই ছবির ব্যবসা হয়েছে ৯৮.৫৭ কোটি টাকা। কার্তিক, কিয়ারা ছাড়াও ছবিতে তাব্বু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতাকে দেখা গেছে।
Published at : 29 May 2022 09:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)