এক্সপ্লোর
ছেলেকে আনতে বিমানবন্দরে, ফের মুখোমুখি আরবাজ-মালাইকা

আরবাজ-মালাইকা সাক্ষাৎ
1/10

মুম্বই বিমানবন্দরে ছেলেকে আনতে এসেছিলেন। তখনই ফের মুখোমুখি সাক্ষাত হয়ে গেল আরবাজ খান ও মালাইকা আরোরার।
2/10

ছেলে আরহানকে রিসিভ করতে এসেছিলেন তাঁরা ২ জন। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও আরবাজ ও মালাইকা তাঁদের সন্তানের প্রতি সমানভাবে দায়িত্বশীল।
3/10

আরবাজ ও মালাইকা তাঁদের সন্তান আরহানকে দেখেই জড়িয়ে ধরেন। উচ্চশিক্ষার জন্য আরহান বিদেশে থাকেন।
4/10

আরহানকে দেখেই জড়িয়ে ধরেন মালাইকা। সম্প্রতি অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
5/10

আরবাজও তাঁর ছেলেকে দেখে জড়িয়ে ধরেন। টুপ পরিহিত ক্যাজুয়াল লুকসে ছিলেন আরহান।
6/10

১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান ও মালাইকা আরোরা।
7/10

২০১৭ সালে যৌথ সম্মতিতে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তাঁদের ডিভোর্স হয় সেই বছর।
8/10

২০০২ সালে জন্ম হয়েছিল আরহানের। বিদেশ যাত্রার আগে পর্যন্ত মা মালাইকার কাছেই থাকতেন তিনি।
9/10

মালাইকার মতো আরবাজ খানও সম্পর্কে রয়েছেন বলে কানাঘুষো শোনা যায়। এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এমনই শোনা যায়।
10/10

মালাইকা বলিউডের অনেক জনপ্রিয় গানে আইটেম ড্যান্স করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মুন্নি বদলাম হুই, চল ছাইয়া ছাইয়া।
Published at : 11 Dec 2021 07:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
