এক্সপ্লোর
Malaika Arora Birthday: ৫০ ছুঁইছুঁই বয়সেও অষ্টাদশী হয়ে রয়েছেন, নায়িকা নয়, ‘আইটেম ডান্স’ থেকেই তারকা মালাইকা
Bollywood Updates: ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক নেই বরাবরই। নিজের শর্তে বাঁচেন মালাইকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

বয়স দাঁড়িয়ে ৫০-এর দোরগোড়ায়। কিন্তু দেখলে এখনও অষ্টাদশী বলে ভ্রম হয়। নায়িকা হিসেবে পুরোদস্তুর অভিনয় করেনইনি কোনও কালে। শুধু আইটেম সং-এই দেখা গিয়েছে এ যাবৎ। তার পরেও বলিউডের তাবড় নায়িকাকে পিছনে ফেলেছেন অভিনেত্রী মালাইকা আরোরা।
2/10

কেরিয়ার শুরু করেছিলেন ভিডিও জকি হিসেবে। নয়ের দশকে একাধিক মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। তবে ‘দিল সে’ ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটিই ঘরে ঘরে পরিচিতি গড়ে তোলে মালাইকার।
Published at : 23 Oct 2022 12:03 PM (IST)
আরও দেখুন






















