এক্সপ্লোর
Mimi Vaccination Initiative: রূপান্তরকামীদের সঙ্গে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মিমি, দিলেন সচেতনতা বার্তাও
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/8a2230cc5662960bc3e8f873b957fa81_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিমি চক্রবর্তী
1/9
![করোনা পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তবে এবার তাঁর ভূমিকা একটু অন্যরকম। করোনাকালে আজ একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গোটা দিন চলল ভ্যাকসিনেস ড্রাইভ। তবে এই আয়োজন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য। তাঁদের সঙ্গে ভ্যাকসিন নিলেন মিমি চক্রবর্তী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/fdd1323ae7f7b558c51ed5dfaec04afc4da60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তবে এবার তাঁর ভূমিকা একটু অন্যরকম। করোনাকালে আজ একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গোটা দিন চলল ভ্যাকসিনেস ড্রাইভ। তবে এই আয়োজন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য। তাঁদের সঙ্গে ভ্যাকসিন নিলেন মিমি চক্রবর্তী।
2/9
![তবে কেবল রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষই নয়, যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরাও আজ ভ্যাকসিন নিয়েছেন। আজ এই ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হল কিছু দুঃস্থ মানুষদেরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/318b4899718370bea8d5c4f8519e0eac25008.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে কেবল রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষই নয়, যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরাও আজ ভ্যাকসিন নিয়েছেন। আজ এই ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হল কিছু দুঃস্থ মানুষদেরও।
3/9
![মিমিকে আজ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেল মিমিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/dfb78f62edfc2e98c5bac805d6fd14c7a4949.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মিমিকে আজ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেল মিমিকে।
4/9
![আজ এই ক্যাম্পে নিজেই ভ্যাকসিনের প্রথম ডোজটা নেন মিমি। কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/b7500dca9a8ea76af449fa3787a826a9a4c14.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ এই ক্যাম্পে নিজেই ভ্যাকসিনের প্রথম ডোজটা নেন মিমি। কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়।
5/9
![এদিন মিমি বলেন, 'অনেক জায়গায় ছোট ছোট ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে অনেকেই ভাবছেন এই সমস্ত ভ্যাকসিনগুলো সঠিক কিনা। তাই আমি আজ নিজে এসেছি, নিজেই এখানে ভ্যাকসিন নিচ্ছি। মানুষের যাতে বিশ্বাস হয় এই ভ্যাকসিনগুলো একেবারে সঠিক।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/baa442dcede4d161b90c538de4977f59217a7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন মিমি বলেন, 'অনেক জায়গায় ছোট ছোট ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে অনেকেই ভাবছেন এই সমস্ত ভ্যাকসিনগুলো সঠিক কিনা। তাই আমি আজ নিজে এসেছি, নিজেই এখানে ভ্যাকসিন নিচ্ছি। মানুষের যাতে বিশ্বাস হয় এই ভ্যাকসিনগুলো একেবারে সঠিক।'
6/9
![সবার সঙ্গেই আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মিমি। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/01d65f08ede5fc919dde1dc22311fc839a6ff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সবার সঙ্গেই আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মিমি। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিও।
7/9
![সম্প্রতি নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইয়াস ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গিয়েছিল তাঁকে। নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন মিমি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/9f34179cddffe588aa27cdb5b810acce36339.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইয়াস ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গিয়েছিল তাঁকে। নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন মিমি।
8/9
![ভ্যাকসিন নেওয়ার পরেও সবার সঙ্গে কথা বলতে দেখা গেল মিমিকে। সমস্ত নিয়ম মেনেই আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/d7f2cf6c16a63bae581994f74de1a2bfb735e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভ্যাকসিন নেওয়ার পরেও সবার সঙ্গে কথা বলতে দেখা গেল মিমিকে। সমস্ত নিয়ম মেনেই আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পের।
9/9
![সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার মাস নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কখনও হলুদ, কখনও সবুজ আবার কখনও নীল, সাত রঙের আলোর আভা ছড়িয়ে পড়ছে মিমির মুখে। নিজের ছন্দে মগ্ন মিমি। নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক ট্র্যাভিস স্কটের জনপ্রিয় গান ‘গুসবাম্পস’। জুন মাসকে লিঙ্গভেদরেখাহীন প্রেমের মাস বসে ঘোষিত করেছে আমেরিকা। নিজের নতুন ভিডিওতে সমস্ত বাধার উর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই দিলেন মিমি। লিখলেন, ' তোমরা যাদের আমি চিনি অথবা চিনি না, দেখা হয়েছে অথবা হয়নি, তাদের সবাইকে বলছি, তোমাদের ভালোবাসা উদযাপন করা হয়।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/a7df61e979d7ed71a10da8437b2dbce0b6831.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার মাস নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কখনও হলুদ, কখনও সবুজ আবার কখনও নীল, সাত রঙের আলোর আভা ছড়িয়ে পড়ছে মিমির মুখে। নিজের ছন্দে মগ্ন মিমি। নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক ট্র্যাভিস স্কটের জনপ্রিয় গান ‘গুসবাম্পস’। জুন মাসকে লিঙ্গভেদরেখাহীন প্রেমের মাস বসে ঘোষিত করেছে আমেরিকা। নিজের নতুন ভিডিওতে সমস্ত বাধার উর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই দিলেন মিমি। লিখলেন, ' তোমরা যাদের আমি চিনি অথবা চিনি না, দেখা হয়েছে অথবা হয়নি, তাদের সবাইকে বলছি, তোমাদের ভালোবাসা উদযাপন করা হয়।'
Published at : 22 Jun 2021 06:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)