২১ বছর পর মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হরনাজ সান্ধু। মুম্বই এয়ারপোর্টে দেখা গেল তাঁকে।
2/9
নতুন বছরের সেলিব্রেশন করতে মুম্বই থেকে ইউএসএতে উড়ে যাচ্ছেন হরনাজ। পাপারাৎজিদের ক্যামেরন্দি হলেন বিমানবন্দরে।
3/9
কোভিডবিধি মেনে মুখে মাস্ক পরেছিলেন হরনাজ। ক্যামেরা দেখেই হাত নাড়লেন।
4/9
সবুজ রংয়ের একটি প্রিন্টেড প্যান্টস্যুট পরনে ছিল হরনাজের। ক্যামেরা দেখেই হাত জোড় করে সম্ভাসন জানালেন।
5/9
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে ছিলেন হরনাজ।
6/9
২১ বছর পর ফের দেশে ফিরল সেই মুকুট। এমনকী হরনাজের বয়সও এখন ২১ বছর। তিনি পঞ্জাবের কন্যা। এই নিয়ে তৃতীয়বার ভারতে এল 'মিস ইউনিভার্স'-এর মুকুট।
7/9
'মিস ইউনিভার্স'কে হিরে খচিত মুকুট পরানো হয় এবং সেই সঙ্গে পুরস্কার স্বরূপ অর্থ ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। 'মিস ইউনিভার্স ২০২০' অ্যান্ড্রিয়া মেজা এদিন হিরের সুদৃশ্য টিয়ারা হরনাজের মাথায় পরিয়ে দেন।
8/9
২০১৯ সালে, মিস ইউনিভার্স সংস্থার তরফে মওয়াবাদ জুয়েলারিকে মুকুট ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। এরপর তাঁরা 'মওয়াবাদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন' তৈরি করে।
9/9
এই মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই মূল্য হয়ে দাঁড়ায় ৩৭ কোটি ৮৭ লক্ষ ৯০ হাজার অর্থাৎ ৩৭ কোটিরও বেশি।