এক্সপ্লোর
Katrina Kaif Rejected Films: এই সুপারহিট সিনেমাগুলির অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/d33b591517762ed03001703de77e0dd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Katrina Kaif Rejected Films:
1/6
![বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর কেরিয়ারে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে ধূম ৩, ভারত, টাইগার, ব্যাং ব্যাং-এর মতো সিনেমা। বলিউডের প্রায় সমস্ত প্রথমসারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু তিনি এমন বেশ কয়েকটি সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলি ব্লকবাস্টার হয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/970638773bfef9920001d0cc3acc4c572f55c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর কেরিয়ারে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে ধূম ৩, ভারত, টাইগার, ব্যাং ব্যাং-এর মতো সিনেমা। বলিউডের প্রায় সমস্ত প্রথমসারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু তিনি এমন বেশ কয়েকটি সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলি ব্লকবাস্টার হয়েছিল।
2/6
![রোহিত শেট্টির সিনেমা চেন্নাই এক্সপ্রেস এখনও শাহরুখের সবচেয়ে বেশি রোজগার দেওয়া সিনেমা। জানা যায়, এই সিনেমায় অভিনেত্রীর কথাবার্তার ধরন ও উচ্চারণের কারণে এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/1aafb35b015282f7bc9df2a4b770c8572c03c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোহিত শেট্টির সিনেমা চেন্নাই এক্সপ্রেস এখনও শাহরুখের সবচেয়ে বেশি রোজগার দেওয়া সিনেমা। জানা যায়, এই সিনেমায় অভিনেত্রীর কথাবার্তার ধরন ও উচ্চারণের কারণে এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন।
3/6
![রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সুপারহিট সিনেমা রামলীলা-র জন্য প্রথমে ক্যাটরিনাকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পরে নিশ্চয় এর জন্য আফসোস করতে হয়েছিল তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/018d04bc300f6a9167947a69b253fa090816d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সুপারহিট সিনেমা রামলীলা-র জন্য প্রথমে ক্যাটরিনাকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পরে নিশ্চয় এর জন্য আফসোস করতে হয়েছিল তাঁকে।
4/6
![আর একটি সিনেমা ক্যাটরিনা ফিরিয়ে দিয়েছিলেন, যাতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে প্রথমে ক্যাটরিনারই কাজ করার কথা ছিল। কিন্তু ওই সিনেমায় কাজ করতে রাজি হননি তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/2273e4763627a3e3742cd1128c81775bf7680.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর একটি সিনেমা ক্যাটরিনা ফিরিয়ে দিয়েছিলেন, যাতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে প্রথমে ক্যাটরিনারই কাজ করার কথা ছিল। কিন্তু ওই সিনেমায় কাজ করতে রাজি হননি তিনি।
5/6
![বরফি সিনেমায় ইলিয়ানা ডিক্রুজের জায়গায় ক্যাটরিনাকে নেওয়ার কথা ভাবা হয়েছিল। দর্শকরা রণবীর-ক্যাটরিনা জুটিকে দেখতে মুখিয়ে ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/8fa57d9ee009ac5fdc393fa2af0daa88063a7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বরফি সিনেমায় ইলিয়ানা ডিক্রুজের জায়গায় ক্যাটরিনাকে নেওয়ার কথা ভাবা হয়েছিল। দর্শকরা রণবীর-ক্যাটরিনা জুটিকে দেখতে মুখিয়ে ছিলেন।
6/6
![বাজীরাও মস্তানি-ও একটা ব্লকবাস্টার সিনেমা। কিন্তু ক্যাটরিনা অভিনয় করতে চাননি। তাই তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন দীপিকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/e98bf178b161db2a2705057c9026147ec8378.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাজীরাও মস্তানি-ও একটা ব্লকবাস্টার সিনেমা। কিন্তু ক্যাটরিনা অভিনয় করতে চাননি। তাই তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন দীপিকা।
Published at : 04 May 2021 04:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)