এক্সপ্লোর
Rahul Vaidya in airport: খতরোঁ কে খিলাড়ি-তে অংশ নিতে কেপটাউন গেলেন রাহুল বৈদ্য, ছাড়তে এলেন কে?
রাহুল বৈদ্য
1/6

বিগ বস সিজন ১৪-এর দ্বিতীয় স্থানাধিকারী রাহুল বৈদ্যকে এবছর দেখা যাবে খতরোঁ কে খিলাড়িতে। অংশগ্রহণ করতে তিনি গতকাল রাতে কেপটাউনের উদ্দেশে রওনা দেন। তাঁকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন বান্ধবী দিশা পারমার। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বন্ধু।
2/6

বিমানবন্দরে প্রবেশের আগে দিশাকে মিষ্টি করে গুডবাই জানান রাহুল। এরপর হাঁটু গেড়ে বসে, দিশার হাতে চুম্বন করেন তিনি।
Published at : 07 May 2021 06:06 PM (IST)
আরও দেখুন






















