এক্সপ্লোর
Rubina Dilaik Pics: হলুদ পোশাকে 'উজ্জ্বল' রুবিনা দিলায়েক

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

'বিগ বস ১৪' বিজয়ী ও টেলিভিশনের জনপ্রিয় আদরের 'বৌমা' রুবিনা দিলায়েক এখন প্রায়ই লাইম লাইটে থাকেন।
2/10

সম্প্রতি হলুদ পোশাকে ফটোশ্যুট করে কিছু চোখ ধাঁধানো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। হলুদ প্যান্টস্যুটের সঙ্গে বিশাল বো।
3/10

হলুদ পোশাকের সঙ্গে 'কনট্রাস্ট' গয়নায় আরও সুন্দর দেখাচ্ছিল তাঁকে। বেগুনি রঙের দুল ও গলায় 'লেয়ারড' হার পরেছিলেন। হাতে একটা সিঙ্গল ব্রেসলেট ছিল।
4/10

জুতোতেও ছিল 'ট্যুইস্ট'। স্টিলেটো বা হিলসের বদলে সাদা স্পোর্টস শ্যু পরেছিলেন তিনি।
5/10

গোটা লুকেই ছিল অভিনবত্ব। চোখে সোনালী মেক আপও বেশ নজর কেড়েছে সকলের। সঙ্গে ছিল ন্যুড লিপস্টিক।
6/10

১৯৮৭ সালের ২৬ অগাস্ট জন্ম নেন রুবিনা দিলায়েক। তাঁর জনপ্রিয় দুই ধারাবাহিক হচ্ছে 'ছোটি বহু' ও 'শক্তি: অস্তিত্ব কে এহেসাস কি'।
7/10

২০২০ সালে 'বিগ বস ১৪'-এ অংশগ্রহণ করেন অভিনেত্রী। সেই সিজনের বিজয়ী হন তিনি।
8/10

হিমাচল প্রদেশের সিমলায় জন্ম নেন তিনি। তাঁর বাবা একজন লেখক। হিন্দি ভাষায় অজস্র বই লিখেছেন তিনি।
9/10

২০২০ সালে একটি শর্ট ফিল্মে অভিনয় করেন তিনি। ছবির নাম 'বরেলি কি বেটি: দ্য ইয়ঙ্গেস্ট সারভাইভর'।
10/10

এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। পলক মুচ্ছলের পরিচালনায় 'অর্ধ' ছবিতে মধুর চরিত্রে অভিনয় করবেন তিনি।
Published at : 30 Mar 2022 10:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
