এক্সপ্লোর
Jahnavi Kapoor: ভালবাসেন মাছ-মাংস, তবু কার জন্য ব্রত করতে গিয়ে আমিষ খাওয়া ছাড়েন জাহ্নবী?
Jahnavi Kapoor News: সদ্য 'গুঞ্জন সাক্সেনা' ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী। এই ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠীও। জাহ্নবী তাঁর ফ্যান বলেও নিজেকে দাবি করেন।

কেন আমিষ খাওয়া ছেড়েছিলেন জাহ্নবী?
1/10

কড়া ডায়েটে থাকলেও তিনি নিরামিষাশী নন। জাহ্নবী কপূরের ডায়েটে থাকে মাছ-মাংস-ডিম সবই। তবে হঠাৎ এমম কী হয়েছিল যে সমস্তরকম আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন শ্রীদেবী কন্যা?
2/10

সদ্য এক সাক্ষাৎকারে, এই ঘটনার কথা খোলসা করে বলেন জাহ্নবী, জানান, বিশেষ এক কারণে ১০-১২ দিন সমস্তরকম আমিষ খাওয়া থেকে দূরে ছিলেন তিনি। আর সেই কারণ কিন্তু তাঁর ডায়েট চার্ট নয়, অন্য কিছু।
3/10

সদ্য 'গুঞ্জন সাক্সেনা' ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী। এই ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠীও। জাহ্নবী তাঁর ফ্যান বলেও নিজেকে দাবি করেন।
4/10

জাহ্নবীর ভীষণ ইচ্ছা ছিল পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার। জাহ্নবীর সঙ্গে এই ছবির চুক্তি হয়ে গিয়েছিল আগেই। তখনও এই ছবির সঙ্গে যুক্ত হননি পঙ্কজ।
5/10

জাহ্নবী বলেছিলেন, 'আমার উইশ লিস্টে ছিল পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করা। আমি ভীষণভাবে চেয়েছিলাম পঙ্কজজী এই ছবির সঙ্গে যুক্ত হোন। সেই কারণে আমি মানত করেছিলাম'।
6/10

জাহ্নবী জানান, এই মানতের কারণেই নাকি ১২ দিন পর্যন্ত আমিষ খাবার ছোঁননি জাহ্নবী। ভেবেছিলেন যতদিন না পঙ্কজ ত্রিপাঠী এই ছবিতে সাক্ষর করবেন, ততদিন আমিষ খাবার ছোঁবেন না জাহ্নবী।
7/10

হয়েছিলও তাই, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার পরে, ব্রত ভেঙে ফের আমিষ খাবার খেতে শুরু করেন জাহ্নবী।
8/10

সদ্য জিমের বাইরে ছবিশিকারীদের তাঁর ফটো তুলতে নিষেধ করেছিলেন জাহ্নবী। অগোছালোভাবে ক্যামেরার সামনে আশা তাঁর পছন্দ নয়।
9/10

আর তাই সাদামাটা পোশাক বা তৈলাক্ত চুলের কারণে অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। নেটিজেনদের থেকে বিরূপ মন্তব্যও হজম করতে হয় বিনা দোষে।
10/10

সদ্য জাহ্নবী ছবিশিকারীদের বলেন, 'আমি তো আপনাদের কাউকে ছবি তুলতে ডাকিনি। কেন আমার এভাবে ছবি তুলছো? দয়া করে ছবি তুলো না।'
Published at : 26 May 2024 10:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
