এক্সপ্লোর
Jahnavi Kapoor: ভালবাসেন মাছ-মাংস, তবু কার জন্য ব্রত করতে গিয়ে আমিষ খাওয়া ছাড়েন জাহ্নবী?
Jahnavi Kapoor News: সদ্য 'গুঞ্জন সাক্সেনা' ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী। এই ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠীও। জাহ্নবী তাঁর ফ্যান বলেও নিজেকে দাবি করেন।
কেন আমিষ খাওয়া ছেড়েছিলেন জাহ্নবী?
1/10

কড়া ডায়েটে থাকলেও তিনি নিরামিষাশী নন। জাহ্নবী কপূরের ডায়েটে থাকে মাছ-মাংস-ডিম সবই। তবে হঠাৎ এমম কী হয়েছিল যে সমস্তরকম আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন শ্রীদেবী কন্যা?
2/10

সদ্য এক সাক্ষাৎকারে, এই ঘটনার কথা খোলসা করে বলেন জাহ্নবী, জানান, বিশেষ এক কারণে ১০-১২ দিন সমস্তরকম আমিষ খাওয়া থেকে দূরে ছিলেন তিনি। আর সেই কারণ কিন্তু তাঁর ডায়েট চার্ট নয়, অন্য কিছু।
Published at : 26 May 2024 10:19 PM (IST)
আরও দেখুন






















