এক্সপ্লোর
Kangana Ranaut: স্বাধীনতার মন্তব্য ভুল প্রমাণিত হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব, সোশালে বিস্ফোরক কঙ্গনা

পদ্মশ্রী ফিরিয়ে দেবেন কঙ্গনা?
1/8

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। শিবসেনা থেকে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল পর্যন্ত দাবি করেছে অভিনেত্রীর পদ্মশ্রী কেড়ে নেওয়ার।
2/8

এই প্রেক্ষাপটে সোশালে ফের বিস্ফোরক কঙ্গনা। সাফ জানিয়ে দিয়েছেন তিনি যে মন্তব্য করেছেন তা ভুল প্রমাণিত হলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন তিনি।
3/8

গত শনিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী জানান, তিনি পদ্মশ্রী ফিরিয়ে দিতে প্রস্তুত। যদিও সেজন্য নির্দিষ্ট শর্ত রয়েছে।
4/8

ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, "১৮৫৭ সালেই প্রথমবার দেশ স্বাধীনতার জন্য একজোট হয়েছিল। সেই সঙ্গে সুভাষচন্দ্র বসু, রানি লক্ষ্মী বাঈ ও বীর সাভারকরের কথাও জানিয়েছিলাম আমি। ১৮৫৭ সালের কথা আমি জানি। কিন্তু ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, তা আমি জানি না।"
5/8

এরপরই অভিনেত্রী বলেন, "যদি কেউ তা আমার নজরে আনতে পারেন তাহলে আমি আমার পদ্মশ্রী ফিরিয়ে দেব। ক্ষমাও চাইব। দয়া করে আমাকে এবিষয়ে সাহায্য করুন।”
6/8

প্রসঙ্গত, এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছিলেন, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছিল ২০১৪ সালে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছিলেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা পায়নি। ওটা ছিল ভিক্ষা।
7/8

এই মন্তব্যের বিরোধিতা করে সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও দিয়েছেন। অভিনেত্রীর পদ্মশ্রী কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
8/8

পাশাপাশি দেশদ্রোহের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পক্ষেও সওয়াল করেছেন।
Published at : 15 Nov 2021 09:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
