কঙ্গনার এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অন্যদিকে, গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
2/5
এই ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তাঁর ট্যুইট- সংরক্ষণ সবসময় দারিদ্রের ভিত্তিতে দেওয়া উচিত। জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ উচিত নয়। আমার জানা আছে যে, রাজপুত সম্প্রদায় বেশ সমস্যায় রয়েছে। ব্রাহ্মণদের পরিস্থিতি দেখেও দুঃখ হয়।
3/5
কঙ্গনা বলেছেন, সংরক্ষণ সবসময়ই দারিদ্রের ভিত্তিতে থাকা উচিত। কঙ্গনার এই ট্যুইট বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
4/5
মুম্বই পুলিশ দুই বোনকে সমন জারি করে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলেছে। এই সমন আসার পর কঙ্গনা এক ট্যুইটে মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। তিনি ট্যুইটে লিখেছিলেন, 'হতাশ পেঙ্গুইন সেনা। মহারাষ্ট্রের পাপ্পুরা কঙ্গনাকে খুব মনে পড়ছে তাই না? কোন ব্যাপার না, আমি শীঘ্রই আসছি।'
5/5
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত হামেশাই তাঁর মন্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি সংরক্ষণ ইস্যুতেও তাঁর মতামত জানালেন কুইন অভিনেত্রী। ট্যুইট করে ব্রাহ্মণদের পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশও করেছেন কঙ্গনা।