এক্সপ্লোর
Kareena Kapoor Birthday: ৪৪ পূর্ণ করলেন বলি-সুন্দরী করিনা কপূর খান, বাড়ি-গাড়ি-সম্পত্তির পরিমাণ জানেন?
Kareena Kapoor Khan: বলিউডের প্রথম সারির নায়িকা করিনা কপূর খান। আজ তাঁর জন্মদিন। পূর্ণ করলেন ৪৪। তবে রূপ-গুণ দেখে যা বোঝার উপায় নেই।
করিনা কপূর খান
1/10

বলিউডের প্রথম সারির তারকা অভিনেত্রীদের অন্যতম করিনা কপূর খান। ক্রাইম ঘরানার সিনেমা-সিরিজ হোক বা রোম্যান্টিক কমেডি অথবা থ্রিলার, যে কোনও ধরনের চরিত্রেই সাবলীল বলিউডের 'বেবো'। ২১ সেপ্টেম্বর, অর্থাৎ আজ তাঁর ৪৪ তম জন্মদিন।
2/10

হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী করিনা। একগুচ্ছ ব্লকবাস্টার সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এছাড়াও তাঁর ফ্যাশন অনুরাগীদের অনুপ্রাণিত করে চলে। ঝলমলে পোশাক, তা ওয়েস্টার্ন হোক বা সাবেকি, তিনি প্রতিবারই নজরকাড়া।
3/10

১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন করিনা কপূর। ফিল্মি কপূর পরিবারে রণধীর কপূর ও ববিতার মেয়ে তিনি। পরিচালক-অভিনেতায় ভরা পরিবার থেকে আসা এই ইন্ডাস্ট্রির চতুর্থ প্রজন্মের মেয়ে তিনি। ২০১২ সালে অভিনেতা সেফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
4/10

বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম করিনা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি টাকা। সূত্রের খবর, ছবি প্রতি প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন পর্দার 'গীত'। এছাড়া তাঁর আয়ের একটি বড় অংশ আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসায় বিনিয়োগ থেকে।
5/10

গত বছর, অভিনেত্রী একটি জনপ্রিয় ব্র্যান্ড, 'প্লাক'-এ একটি অংশীদারিত্ব অর্জন করেন যা খেতের টাটকা ফল ও সবজি সরবরাহ করায় নজর দেয়। এই সংস্থার মুখ অর্থাৎ 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর'ও করিনাই। এছাড়া তিনি আসবাবপত্রের ব্র্যান্ড 'মাই ট্রাইডেন্ট'-এরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এছাড়াও তিনি 'পিউমা যোগা কালেকশন' বা 'নেটমেডস'-এর মতো একাধিক সংস্থার বিজ্ঞাপনী মুখ।
6/10

বান্দ্রার সতগুরু শরনের একটি অ্যাপার্টমেন্টে আপাতত সপরিবারে থাকেন করিনা কপূর খান। দর্শিনী শাহের ডিজাইন করা এই বাড়ি চারটি তলা-জুড়ে তৈরি। যার অন্দর চোখ ধাঁধানো শৈল্পিক কাজে সাজানো। রয়েছে বিশাল গ্রন্থাগার, অ্যান্টিক আসবাব এবং আরও অনেক কিছুই।
7/10

স্যুইৎজারল্যান্ডের স্তাদে (Gstaad) তারকা দম্পতির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। এছাড়া অভিনেত্রীর একঝাঁক লাক্সারি গাড়ি রয়েছে। এর মধ্যে মার্সিডিজ-বেনজ এস-ক্লাস, লেক্সাস এলএক্স ৪৭০, অডি কিউ৭, রেঞ্জ রোভার স্পোর্টস এসইউভি উল্লেখযোগ্য।
8/10

সম্প্রতি মুক্তি পেয়েছে করিনার নতুন ছবি 'দ্য বাকিংহাম মার্ডারস'। বক্স অফিসে দারুণ ব্যবসা না করতে পারলেও প্রবলভাবে প্রশংসিত অভিনেত্রীর কাজ। হংসল মেহতা পরিচালিত এই হত্যারহস্য একটি পুলিশকে ঘিরে তৈরি যে নিজের সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ এবং যাঁকে একটি নিখোঁজ শিশুর তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
9/10

করিনা কপূর খানকে এরপর দেখা যাবে 'সিঙ্ঘম এগেন' ছবিতে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কপূর, জ্যাকি শ্রফ, রণবীর সিংহ ও আরও অনেকে।
10/10

জন্মদিন স্পেশাল ছবিও পোস্ট করেন অভিনেত্রী করিনা কপূর খান। লাল স্লিট ড্রেসে নজর কাড়েন তিনি। দেখা গেল একগুচ্ছ বেলুনে সাজানো। শুভেচ্ছাবার্তায় ভরল তাঁর কমেন্ট বক্স।
Published at : 21 Sep 2024 10:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























