এক্সপ্লোর
Karnasubarner Guptodhon Trailer: প্রথমবার সোনাদার গল্পে সৌরভ, মুক্তি পেল কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর ট্রেলার
Karnasubarner Guptodhon: ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে
প্রথমবার সোনাদার গল্পে সৌরভ, মুক্তি পেল কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর ট্রেলার
1/10

'তুমি কি আবার গুপ্তধনের সন্ধানে যাচ্ছো?' ট্রেলার শুরু শিশু গলায় এই সহজ প্রশ্ন দিয়ে। যেন প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়, এই ছবি ছোটদের কথা ভেবেই তৈরি।
2/10

তবে কেবল ছোট নয়, যে ছবিতে গুপ্তধনের রহস্যভেদ রয়েছে, সেই ছবি যে আট থেকে আশিকে আকর্ষণ করবে সেটাই তো স্বাভাবিক।
3/10

মুক্তি পেল সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)-এর ট্রেলার। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি।
4/10

সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে সোনাদা ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র গলায় শোনা গেল বাংলার সংস্কৃতির কথা। ঠিক এই কথাই তো বলেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।
5/10

'কর্ণসুবর্ণের গুপ্তধন' নিয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে।
6/10

ধ্রুব জানিয়েছিলেন, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তাঁর। নতুন ছবির ট্রেলারেও দেখা গেল তার ছোঁয়া।
7/10

এই পুজোয় দুটি ছবি মুক্তি পাচ্ছে ইশার। ৩০ তারিখেই মুক্তি পাচ্ছে ইশার অন্য সিনেমা 'কাছের মানুষ'
8/10

এই প্রথম সোনাদা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলারে দেখা মিলল তাঁর।
9/10

আগের সমস্ত ছবির মতোই এই ছবিতে দেখা যাবে আবির ও ঝিনুক অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun CHakraborty)-র জুটিকে।
10/10

৩০ তারিখ অন্য সমস্ত ছবির সঙ্গে সোনাদার অপেক্ষায় রয়েছেন সোনাদা অনুরাগীরা।
Published at : 12 Sep 2022 01:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























