এক্সপ্লোর
Keshto Mukherjee Birthday: মদ না ছুঁয়েও ‘মদ্যপ’, ৩০ বছর অভিনয় করেও টাইপকাস্ট হয়ে রয়ে গিয়েছেন কেষ্ট
Keshto Mukherjee Lesser Known Facts: একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে কি টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন! জন্মদিনে ফিরে দেখা কেষ্ট মুখোপাধ্যায়কে।
—ফাইল চিত্র।
1/11

জীবনে মদ ছুঁয়ে দেখেননি কখনও। অথচ মদ্যপের চরিত্রেই চুটিয়ে অভিনয়। তাঁর চেহারা দেখামাত্রই হেসে গড়িয়ে পড়তেন দর্শক। তাতেই কি টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন! জন্মদিনে ফিরে দেখা কেষ্ট মুখোপাধ্যায়কে।
2/11

১৯২৫-এর ৭ অগাস্ট কলকাতায় জন্ম। নাটক থেকেই বড়পর্দায় পা রাখা। বলা হয়, কেষ্টকে আবিষ্কার করেন পরিচালক ঋত্বিক ঘটক। ‘নাগরিক’ ছবিতে কেষ্টকে কাজের সুযোগ দেন তিনি। ‘নাগরিক’ ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল ১৯৫২ সালেই কিন্তু ছবি মুক্তি পায় ১৯৭৭ সালে। তত দিনে ঋত্বিক-কেষ্ট কেউই বেঁচে নেই।
Published at : 07 Aug 2022 04:10 PM (IST)
আরও দেখুন






















