এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kriti Sanon Photos: ফের একসঙ্গে টাইগার-কৃতী, প্রকাশিত ‘গণপত’-এর প্রথম মোশন পোস্টার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/0e3eaa0fad463f4f6035b5a65344a7b6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কৃতী শ্যানন
1/10
![সাত বছর পর ফের একসঙ্গে ছবিতে অভিনয় করছেন কৃতী শ্যানন ও টাইগার শ্রফ। ‘গণপত’-এ তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/a74e7f20d655d33c4d5bd1833f4338bfe14fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাত বছর পর ফের একসঙ্গে ছবিতে অভিনয় করছেন কৃতী শ্যানন ও টাইগার শ্রফ। ‘গণপত’-এ তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।
2/10
![এর আগে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল কৃতী ও টাইগারকে। তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/bd6fa45b4fd77042f1b9a87f24145421343cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল কৃতী ও টাইগারকে। তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে।
3/10
![‘গণপত’-এ কৃতী কাজ করবেন, এই খবর জানার পর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়েছেন টাইগার। তিনি কৃতীকে প্রতিভাবান অভিনেত্রী হিসেবে উল্লেখ করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/4f3632da34316cc8d4d9075756e2606d2fde4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘গণপত’-এ কৃতী কাজ করবেন, এই খবর জানার পর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়েছেন টাইগার। তিনি কৃতীকে প্রতিভাবান অভিনেত্রী হিসেবে উল্লেখ করেছেন।
4/10
![কৃতী এই পোস্টে মন্তব্য করেছেন, তিনি ‘গণপত’-এ কাজ করার বিষয়ে অত্যন্ত উৎসাহিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/e95a75f4a74cd989b793ddba5dbda20bf93cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কৃতী এই পোস্টে মন্তব্য করেছেন, তিনি ‘গণপত’-এ কাজ করার বিষয়ে অত্যন্ত উৎসাহিত।
5/10
![‘গণপত’-এর মোশন পোস্টারে একটি বাইকে দেখা যাচ্ছে কৃতীকে। তাঁর বোল্ড লুক ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/d0e6a26b5f736b6ad050c6ea0798c6f8656c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘গণপত’-এর মোশন পোস্টারে একটি বাইকে দেখা যাচ্ছে কৃতীকে। তাঁর বোল্ড লুক ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে।
6/10
![এর আগে ‘পানিপথ’-এ অর্জুন কপূরের সঙ্গে কাজ করেছিলেন কৃতী। এবার তিনি ‘গণপত’-এ ‘জসসি’-র চরিত্রে অভিনয় করছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/1d4f64497d8747aff4d9883460fdbd3511933.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে ‘পানিপথ’-এ অর্জুন কপূরের সঙ্গে কাজ করেছিলেন কৃতী। এবার তিনি ‘গণপত’-এ ‘জসসি’-র চরিত্রে অভিনয় করছেন।
7/10
![বলিউডের ট্রেড অ্যানালিস্ট ও বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি সময় থেকে ‘গণপত’-এর শ্যুটিং শুরু হবে। আগামী বছর হলে মুক্তি পেতে পারে ছবিটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/66615aad32ded12c799fe33abdb53c36e7489.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের ট্রেড অ্যানালিস্ট ও বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি সময় থেকে ‘গণপত’-এর শ্যুটিং শুরু হবে। আগামী বছর হলে মুক্তি পেতে পারে ছবিটি।
8/10
![‘গণপত’-এর পরিচালক বিকাশ বহল। তিনি এর আগে ‘কুইন’, ‘সুপার ৩০’-এর মতো ছবি পরিচালনা করেছেন। ‘গণপত’-এর প্রযোজক বাসু ভাগনানি, দীপশিখা দেশমুখ ও জ্যাকি ভাগনানি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/5de72c708acc06d1925a63a074c0f37f85915.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘গণপত’-এর পরিচালক বিকাশ বহল। তিনি এর আগে ‘কুইন’, ‘সুপার ৩০’-এর মতো ছবি পরিচালনা করেছেন। ‘গণপত’-এর প্রযোজক বাসু ভাগনানি, দীপশিখা দেশমুখ ও জ্যাকি ভাগনানি।
9/10
![‘গণপত’ ছাড়াও কৃতীর হাতে ‘মিমি’, ‘বচ্চন পাণ্ডে’-র মতো ছবি আছে। ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে কৃতীর সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও জ্যাকলি ফার্নান্ডেজ। ছবিটি ২০২২-এর ২৬ জানুয়ারি মুক্তি পাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/f5526f2b7bbe44001ed3f30862f3f429d6ff3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘গণপত’ ছাড়াও কৃতীর হাতে ‘মিমি’, ‘বচ্চন পাণ্ডে’-র মতো ছবি আছে। ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে কৃতীর সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও জ্যাকলি ফার্নান্ডেজ। ছবিটি ২০২২-এর ২৬ জানুয়ারি মুক্তি পাবে।
10/10
![টাইগারের পরবর্তী ছবি ‘হিরোপন্তি ২’ মুক্তি পাবে এ বছরের ১৬ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে টাইগারের সঙ্গে অভিনয় করেছেন তারা সুতারিয়া। এছাড়া ‘বাগি ৪’ ছবিতেও কাজ করছেন টাইগার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/7dc7b5c5a893124ba6eb83a189eb00d14c9fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টাইগারের পরবর্তী ছবি ‘হিরোপন্তি ২’ মুক্তি পাবে এ বছরের ১৬ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে টাইগারের সঙ্গে অভিনয় করেছেন তারা সুতারিয়া। এছাড়া ‘বাগি ৪’ ছবিতেও কাজ করছেন টাইগার।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)