এক্সপ্লোর
Kuler Achaar: শুরু শ্যুটিং, 'কুলের আচার'-এ মধুমিতা-বিক্রমের লুক প্রকাশ্যে
মধুমিতা-বিক্রম
1/10

আমি ওর মন চুরি করেছি আর তাই, আমি ওর পদবি। বিয়ের ফটোশ্যুটে এমন কার্ড ইদানিং হামেশাই চোখে পড়ছে বর-কনের হাতে। আধুনিক হয়েছে বিয়ে আর তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত আচার-আচরণ। তবে বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন কেন হবে? এই প্রশ্নই করেছিল মিঠি। কে মিঠি? 'কুলের আচার' (Kuler Achar)-এর নায়িকা।
2/10

আজ থেকে শুরু হচ্ছে এসফিএফ প্রযোজিত নতুন ছবি 'কুলের আচার'-এর শ্যুটিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)।
Published at : 17 Feb 2022 08:15 AM (IST)
আরও দেখুন






















