এক্সপ্লোর
Mastermoshai Apni Kichu Dekhenni: রুপোলি পর্দায় ছাত্র রাজনীতির মুখ যশ-নুসরত, সঙ্গী দেবাশীষ, অনির্বাণ, সুমন্তরা

যশ-নুসরত
1/8

জোরকদমে চলছে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' (Mastermoshai Apni Kichu Dekhenni) ছবির শ্যুটিং। শ্যুটিং ফ্লোরে অচেনা সাজ যশ দাশগুপ্তের। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।
2/8

ছবিতে অচেনা সাজ নুসরতেরও। হালকা মেকআপে ছাত্র রাজনীতির এক নেত্রী হিসেবে দেখা যাবে তাঁকে।
3/8

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ইতিমধ্যেই 'মুখোশ', 'শবচরিত্র' সহ একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন অনির্বাণ।
4/8

'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে।
5/8

এক ছাত্রের খুন দেখে ফেলেন মাস্টারমশাই। আর সেই খুনের সঙ্গে যে জড়িত, সে শুধু তাঁর ছাত্রই নন, তাঁর মেয়ের প্রেমিকও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে (Nusrat Jahan)।
6/8

তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), শ্রীতমা ভট্টাচার্য্য (Sritama Bhattacharjee) ও দেবাশীষ মণ্ডল Debasish Mondal। প্রসঙ্গত, আতঙ্ক ছবির কালজয়ী সেই সংলাপ পর্দায় বলেছিলেন সুমন্তই।
7/8

জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবি নিবেদন করছেন অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha) ও বনানী সাহা (Banani Saha)। ছবির গল্প লিখেছেন মোমো।
8/8

পর্দায় এর আগেও দর্শক যশ-নুসরত জুটিকে দেখেছে। তবে এই ধরণের গম্ভীর চরিত্রের জন্য এই জুটিতে কেন বাছলেন শিলাদিত্য? পরিচালক বলছেন, 'যশ আর নুসরতের চরিত্র দুটো বেশ সিরিয়াস। ছবিতে ওরা দুজনেই পিএইচডির ছাত্র-ছাত্রী। গল্পটা ২০০০ সালের। সেই সময়ের ছাত্র রাজনীতি একটা সম্পর্কে কীভাবে প্রভাব ফেলে সেটাই গল্প।'
Published at : 12 Feb 2022 06:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
