এক্সপ্লোর
National Awards: রণবীরকে পাশে নিয়ে বিয়ের শাড়িতে আলিয়া, হইচইয়ের মধ্যেই খুঁজে নিলেন একটুকরো নিভৃতি, ‘পুষ্পা’র জাদু জাতীয় পুরস্কারেও
National Film Awards: নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। অবশেষে এল বহু প্রতীক্ষীত সেই মুহূর্ত।

ছবি: পিআইবি এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/12

কঠোর পরিশ্রমের পর স্বীকৃতি কে না চান! কিন্তু তা যদি হয় জাতীয় পুরস্কার, বাড়তি উত্তেজনা থাকেই। এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানেও সেই উত্তেজনা, আনন্দ এবং সর্বোপরি স্বীকৃতি পাওয়ার রেশ বলিউড থেকে টলিউড, নামকরা তারকাদের চোখেমুখে ধরা পড়ল।
2/12

ওয়াহিদা রহমান থেকে বিবেক অগ্নিহোত্রী, আল্লু অর্জুন থেকে আলিয়া ভট্ট, কৃতি স্যানন থেকে পঙ্কজ ত্রিপাঠি, এবারের জাতীয় চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে নামকরা শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরস্পরের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি, তাঁদের ব্যক্তিগত মুহূর্তও ধরা পড়ল ক্যামেরায়।
3/12

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভট্ট। বিয়েতে পরা শাড়িতে এদিন গোড়াতেই নজর কাড়েন তিনি। পাশে স্বামী রণবীর কপূরের উপস্থিতি তাতে বাড়তি মাত্রা যোগ করে।
4/12

জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে পাশাপাশিই বসেছিলেন আলিয়া এবং রণবীর। আলিয়ার নাম ঘোষণা হওয়া মাত্র, হাত ধরে ফোনের ক্যামেরা উঁচু করে তোলেন রণবীর। বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।
5/12

শুধু কি তাই, পুরস্কার নিয়ে নিজের আসনে আলিয়া ফিরে আসার পর, খুঁটিয়ে তা পরখ করতেও দেখা যায় রণবীরকে। শুধু তাই নয়, দিল্লির বিজ্ঞান ভবনে আলিয়ার কাঁধে হাত রাখা রণবীরের নিভৃত মুহূর্তও সামনে এসেছে।
6/12

এদিনের অনুষ্ঠানে আরও একজনের কথা বিশেষ ভাবে না বললেই নয়, তিনি আল্লু অর্জুন। যদিও আপামর বিশ্বের কাছে এই মুহূর্তে তিনি ‘পুষ্পা’, ‘পুষ্পারাজ’। নাম ঘোষণা হওয়ার সময়ও তার উল্লেখ উঠে আসে। হাততালিতে ফেটে পড়ে চারিদিক।
7/12

‘পুষ্পা’জ্বরে আক্রান্ত হতে দেখা যায় অভিনেত্রী কৃতি স্যাননকেও। ‘মিমি’ ছবির জন্য আলিয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। আল্লুর পাশে বসে, থুতনির নীচে হাত রেখে ‘পুষ্পা’কে অনুকরণ করতেও দেখা যায় তাঁকে।
8/12

'পুষ্পা'জ্বর এড়াতে পারেননি অলিয়াও। আল্লুর সঙ্গে আলাপচারিতা সারেন তিনি এবং রণবীরও। এমনকি আল্লু যখন পুরস্কার নিতে উঠছেন, সেই সময়ও ছবি তোলেন রণবীর। পরে একদিকে আলিয়া এবং আর এক পাশে কৃতিকে নিয়ে ছবি তোলেন আল্লু।
9/12

এদিনের অনুষ্ঠানে নারীশক্তির উদযাপন বিশেষ ভাবে চোখে পড়ে। পুরস্কার বিজয়িনীদের সঙ্গে ছবি তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।পাশে ছিলেন ওয়াহিদা, আলিয়া, কৃতি, শ্রেয়া ঘোষাল এবং পল্লবী জোশী।
10/12

বিগত দিনের নায়িকা ওয়াহিদা রহমানের সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারেননি আলিয়া, কৃতি, পল্লবীরা। তাতে অতীত এবং বর্তমানের প্রতিভা ধরা পড়ে এক ফ্রেমে।
11/12

তিনি যাতে হাত দেন, তাতেই সোনা ফলে। 'মিমি' ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠি। প্রয়াত বাবাকে পুরস্কার উৎসর্গ করেন তিনি। একই সঙ্গে তারকাদের মাঝেও ধরা দেন হাসিমুখে।
12/12

বছরে একবারই আসে জাতীয় পুরস্কার। অন্য সব অনুষ্ঠানের থেকে রোশনাই তুলনামূলক কম। তবে সম্মান অনেক বেশি। তারকাদের উপস্থিতিতে এবারের জাতীয় পুরস্কার হয়ে উঠল জৌলুসপূর্ণ।
Published at : 17 Oct 2023 09:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
