এক্সপ্লোর
National Awards: রণবীরকে পাশে নিয়ে বিয়ের শাড়িতে আলিয়া, হইচইয়ের মধ্যেই খুঁজে নিলেন একটুকরো নিভৃতি, ‘পুষ্পা’র জাদু জাতীয় পুরস্কারেও
National Film Awards: নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। অবশেষে এল বহু প্রতীক্ষীত সেই মুহূর্ত।
ছবি: পিআইবি এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/12

কঠোর পরিশ্রমের পর স্বীকৃতি কে না চান! কিন্তু তা যদি হয় জাতীয় পুরস্কার, বাড়তি উত্তেজনা থাকেই। এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানেও সেই উত্তেজনা, আনন্দ এবং সর্বোপরি স্বীকৃতি পাওয়ার রেশ বলিউড থেকে টলিউড, নামকরা তারকাদের চোখেমুখে ধরা পড়ল।
2/12

ওয়াহিদা রহমান থেকে বিবেক অগ্নিহোত্রী, আল্লু অর্জুন থেকে আলিয়া ভট্ট, কৃতি স্যানন থেকে পঙ্কজ ত্রিপাঠি, এবারের জাতীয় চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে নামকরা শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরস্পরের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি, তাঁদের ব্যক্তিগত মুহূর্তও ধরা পড়ল ক্যামেরায়।
Published at : 17 Oct 2023 09:45 PM (IST)
আরও দেখুন






















