এক্সপ্লোর
Neeyat Trailer Out: চার বছর পর বড়পর্দায় বিদ্য়া বালান, প্রকাশ্য়ে 'নিয়ত'-এর ট্রেলার
Neeyat Trailer: স্কটল্য়ান্ডের বিলাসবহুল কটেজে চলছে জমকালো পার্টি। আর সেখানেই হঠাৎই মৃত্য়ু হয় বাড়ির মালিকের।

প্রকাশ্য়ে 'নিয়ত'-এর ট্রেলার
1/9

সেই হত্য়া রহস্য়ের সমাধানে মাঠে নামলেন বিদ্য়া বালান (Vidya Balan)। এই মৃত্য়ু খুন না আত্মহত্য়া, সেই তদন্তই আপতত তাঁর হাতে।
2/9

এরকমই রোমহর্ষক হত্য়া রহস্য়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'নিয়ত' ছবির গল্প। আজ প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার।
3/9

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্য়া বালান (Vidya Balan)। ছবিতে তাঁর চরিত্রের নাম মীরা রাও।
4/9

এছাড়াও রয়েছেন, রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া, শশাঙ্ক অরোরার মত বিটাউনের তাবড় অভিনেতারা।
5/9

'নিয়ত'-এ কাজ করার এবং বড় পর্দায় ফিরে আসার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যা বালান (Vidya Balan) বলেন, "অভিনেতা হিসেবে আমি সবচেয়ে বেশি যেটা উপভোগ করি তা হল আমার প্রতিটি চরিত্রে অভিনয় করে ভিন্ন একজন মানুষের জীবনযাপন করার সুযোগ। এই ছবিতে গোয়েন্দা মীরা রাওয়ের মত একজন ক্লাসিক গোয়েন্দার চরিত্রে অভিনয় করে আমার বেশ ভাল লেগেছে।"
6/9

ছবি প্রসঙ্গে অভিনেত্রী (Vidya Balan) আরও বলেন,'এই রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্য়। এর পাশাপাশি এতজন শক্তিশালী অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও আমি ধন্য়। অনেকদিন পর আমার কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তাই এই ছবিতে দর্শক কী প্রতিক্রিয়া দেয় তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
7/9

প্রসঙ্গত অনু মেনন পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৭ জুলাই।
8/9

উল্লেখ্য়, এর আগে বিদ্য়া বালানকে (Vidya Balan) দেখা গেছিল 'শেরনী' ছবিতে। এটি অ্য়ামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল। ছবিতে একজন বন আধিকারীকের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে।
9/9

বিদ্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় রাজ, ইলা অরুণ ও অন্যান্যরা। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি ছিল এই ‘শেরনী’।
Published at : 22 Jun 2023 05:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
