এক্সপ্লোর
Nusrat Jahan Update: নুসরতের সঞ্চালনায় প্রেমের গল্প শোনাবেন ঋতাভরী, তনুশ্রীরা

নুসরত জাহান
1/10

নুসরত জাহান, জীবনের প্রত্যেক মোড়ে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন তিনি। অভিনয়, রাজনীতি তো রয়েছেই, তার পাশাপাশি এবার সঞ্চালনায় পা রাখছেন নুসরত জাহান।
2/10

বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো।
3/10

নুসরত জাহানের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় এই শো-এর ঝলক। নুসরতের শো নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।
4/10

শুধু কী তাই, সম্প্রতি নুসরত জাহানের সঙ্গে তাঁর শোয়ের জন্য শ্যুটিং সেরেছেন তনুশ্রী চক্রবর্তীও। অন্তঃস্বত্তা থাকাকালীন নুসরত হামেশাই সময় কাটাতেন তাঁর এই প্রিয় বান্ধবীর সঙ্গে।
5/10

আজ নুসরত জাহানের সঙ্গে নতুন এপিসোডের শ্যুটিং করলেন ঋতাভরী চক্রবর্তীও। নুসরত আর ঋতাভরী, একে অপরকে 'বোনিলা' বলে সম্বোধন করেন।
6/10

নুসরতের নতুন শো নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। শো-এর ঝলক থেকেই স্পষ্ট, সেলেবদের অজানা প্রেমের হদিশ পাওয়া যাবে এই শো-তে।
7/10

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর ঝলক শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তীও। দুই অভিনেত্রীই উচ্ছসিত শ্যুটিং শেষে। একেবারে অন্য স্বাদের এই শো দর্শকদের মধ্যে জনপ্রিয় হবে বলেই এফএম চ্যানেল কর্তৃপক্ষের আশা।
8/10

এই একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন করিনা কপূর। শো-এর বিষয়বস্তুই ছিল খানিকটা একই রকম। বাংলায় এই শো করতে গিয়ে প্রথম পছন্দই ছিল নুসরত। টলিউডের করিনা কি তাহলে নুসরতই?
9/10

আজ লাল কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। লাল সাদা পাশ্চাত্য পোশাকে দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ক্যাপশানে লিখলেন, 'তুমি আমায় দেখছো এই অবস্থায় তোমায় দেখে ফেলতে আমার ভালো লাগে'
10/10

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি বলল, সেটে হাজির থাকছেন যশও। নিজের গল্প বলার জন্য নাকি কেবলই নুসরতের পাশে থাকার জন্য? উত্তর দেবে সময়।
Published at : 09 Nov 2021 09:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
