এক্সপ্লোর
Pankaj Udhas Last Rites: গান স্যালুটে বিদায়, পঙ্কজ উধাসের শেষকৃত্যে হাজির সঙ্গীত ও সিনে দুনিয়ার তারকারা
Pankaj Udhas Died: দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন বর্ষীয়ান গায়ক পঙ্কজ উধাস। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পঙ্কজ উধাসের শেষকৃত্য
1/10

গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাস। পদ্মসম্মানপ্রাপ্ত বর্ষীয়ান গায়কের মৃত্যুর খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাঁর পরিবার। আজ ছিল তাঁর শেষকৃত্য।
2/10

এদিন শিল্পীকে শেষ শ্রদ্ধা হাজির হয়েছিলেন সঙ্গীত জগতের একাধিক তারকা। বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ, শান, সোনু নিগম, পাপন থেকে শুরু করে একাধিক মানুষ এসেছিলেন এদিন।
3/10

মুম্বইয়ে তাঁর বাসস্থানের বাইরে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিশের তরফে।
4/10

শুধু সঙ্গীত শিল্পীরাই নন, এদিন শ্রদ্ধা জানাতে হাজির হন অভিনেত্রী বিদ্যা বালান থেকে শুরু করে ক্রিকেট তারকা সুনীল গাওয়াস্কর পর্যন্ত অনেকেই।
5/10

২৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল, তখন থেকেই কারও সঙ্গে দেখা করছিলেন না তিনি।
6/10

গজলের দুনিয়ায় কিংবদন্তী নাম পঙ্কজ উধাস। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠে বুঁদ হয়েছেন শ্রোতারা।
7/10

১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে তাঁর জন্ম। সঙ্গীতানুরাগী পরিবারের পৃষ্ঠপোষকতায় খুব অল্প বয়সেই তাঁর গানে হাতেখড়ি হয়েছিল।
8/10

তাঁর দাদা মানহার উধাস সেইসময়েই বলিউডে পরিচিত প্লেব্যাক সিঙ্গার। তাঁর পথ ধরেই এগিয়ে নিজেকে কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিল্পী।
9/10

কেরিয়ায়ের একেবারে গোড়ার দিকে একাধিক হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। ভারতীয় পপ ঘরানায় তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে। যদিও তাঁর সিংহাসন ছিল গজলের দুনিয়ায়।
10/10

গজলের ধারাকে সঙ্গীতদুনিয়ার মূলস্রোতে আনার পিছনে যে হাতেগোনা কয়েকজন রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম পঙ্কজ উধাস। ১৯৮৬ সালে 'Naam'-এ 'চিঠ্ঠি আয়ি হ্যায়' কিংবা 'আ গলে লাগ যা'--তাঁর সুরেলা কণ্ঠে ধীরে ধীরে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
Published at : 27 Feb 2024 11:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
