এক্সপ্লোর
In Pics: সেলুন থেকে বেরিয়ে চর্চিত বন্ধুর সঙ্গে পাপারাৎজির সামনে তাপসী
ফাইল ছবি
1/7

নিজের অভিনয়ের মাধ্যমেই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। কাজ এবং ব্যক্তিগত জীবনকে সমান্তরালভাবে সামলান অভিনেত্রী তাপসী পান্নু। নিজের ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে কখনই সামনে আনতে চান না তিনি। তাঁর চর্চিত বন্ধু মাথিয়াস বো। গত বছর মাথিয়াস সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। তা থেকেই চর্চা শুরু হয়।
2/7

রবিবার তাঁদের দুজনকে দেখা যায় পাপারাৎজির ক্যামেরার সামনে। সেলুন থেকে বেরোনোর সময় ক্যামেরার মুখোমুখি হন তাঁরা।
Published at : 05 Apr 2021 08:18 AM (IST)
আরও দেখুন






















