Brahmastra: এইদিন মাত্র ৭৫ টাকার টিকিটে 'ব্রহ্মাস্ত্র' দেখুন
By : abp ananda | Updated at : 13 Sep 2022 04:50 PM (IST)
ব্রহ্মাস্ত্র
1/10
বক্স অফিসে ঝড় তুলেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবিকে ঘিরে প্রত্যাশা বেশি ছিল শুরু থেকেই।
2/10
আর সেই প্রত্যাশা ক্রমশ প্রভাব ফেলছে বক্স অফিস কালেকশনে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছবি ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
3/10
আপনি কি কম খরচের টিকিটে 'ব্রহ্মাস্ত্র' দেখতে চান? ৭৫ টাকার টিকিটে এই ছবি দেখার সুযোগ পেতে পারেন। ভাবছেন কীভাবে?
4/10
গত ২রা সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, আগামী ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া (National Cinema Day) উদযাপন করা হবে। আর সেইদিনই মাত্র ৭৫ টাকায় পাওয়া যাবে সিনেমার টিকিট।
5/10
কিন্তু সম্প্রতি তাঁদের ফের ঘোষণা বদলেছে। ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বিভিন্ন সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসার কারণেই মূলত এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।
6/10
ঘনিষ্ঠ সূত্রে খবর, 'রণবীর কপূর, আলিয়া ভট্টের ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহান্তের পর সোমবারও এর দুর্দান্ত বক্স অফিস কালেকশন অব্যাহত।
7/10
বোঝাই যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহান্তেও এই ছবির ব্যবসা খুব ভালো হবে। ডিজনির পক্ষ থেকে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন ন্যাশনাল সিনেমা ডে উদযাপন একটা সপ্তাহ পিছিয়ে দেয়।
8/10
ডিজনির আবেদন খতিয়ে দেখেছে ওই সংস্থা। তারা অনুভব করেছে যে, 'ব্রহ্মাস্ত্র' অত্যন্ত ব্যয়বহুল ছবি।
9/10
এটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। তাই টিকিটের দাম একটা দিন ৭৫ টাকা হয়ে গেলে, তার ব্যাপক প্রভাব পড়বে এর বক্স অফিস কালেকশনে।
10/10
তাই তারাও ডিজনির সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি, মাল্টিপ্লেক্সেও 'ব্রহ্মাস্ত্র' খুব ভালো ব্যবসা করেছে।'