এক্সপ্লোর
Priyanka Chopra: নিষেধ ছিল জিন্সে, প্রিয়ঙ্কাকে সবসময় ঢিলেঢালা সালোয়ার কামিজ পরার নির্দেশ দিয়েছিলেন বাবা!
Priyanka Chopra News: একটি সাক্ষাৎকারে বলিউডের 'পিগি চপস' জানিয়েছিলেন, তাঁর বাবার শাসন ছিল প্রবল। আমেরিকা থেকে পড়াশোনা করে ফেরার পরে, সেই শাসন যেন আরও বেড়ে গিয়েছিল
নিষেধ ছিল জিন্সে, প্রিয়ঙ্কাকে সবসময় ঢিলেঢালা সালোয়ার কামিজ পরার নির্দেশ দিয়েছিলেন বাবা!
1/10

ভালবেসে, বিয়ে করে তিনি বিদেশে ঘর বেঁধেছেন ঠিকই, তবে বিদেশের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও, পড়াশোনার সূত্রে আমেরিকায় বাড়ি দিয়েছিলেন তিনি।
2/10

সেখানে গিয়ে তাঁর গায়ের রঙ নিয়ে হেনস্থার কথা কে না জানে। তবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরার পরে এক অদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাও তাঁর নিজের বাবার জন্য!
Published at : 03 May 2023 08:04 PM (IST)
আরও দেখুন






















