এক্সপ্লোর
UP Election 2022: উত্তরপ্রদেশের ভোটে প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে টক্কর দিতে আগ্রহী, কে এই অভিনেত্রী?
Rachna Singh Yaduvanshi
1/8

উত্তরপ্রদেশের ভোটে প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে টক্কর দিতে আগ্রহী, কে এই অভিনেত্রী? বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল প্রচার ও কৌশল স্থির করার কাজ শুরু করে দিয়েছে। এরইমধ্যে কিছু ভোজপুরী সিনেমার অভিনেত্রীকেও দেশের বৃহত্তম রাজ্যের ভোটে লড়াই করতে আগ্রহী বলে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই বারাণসীতে শ্যুটিং করতে এসে অভিনেত্রী রচনা যদুবংশী বলেছিলেন যে, তিনি কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে লড়তে চান। রচনা সিংহ তো আরও বলেছিলেন যে, ভোটে লড়লে তিনি প্রিয়ঙ্কা গাঁধীর থেকে বেশি ভোট পাবেন। এই মন্তব্যের কারণে তিনি আলোচনার কেন্দ্রেও চলে এসেছিলেন।
2/8

রচনা যদুবংশীর জন্ম উত্তরপ্রদেশের গাজিপুর জেলার শেরপুর গ্রামে। তাঁর বাবা উত্তরপ্রদেশ পুলিশের দারোগার পদে কর্মরত। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Published at : 15 Nov 2021 07:24 PM (IST)
আরও দেখুন






















