এক্সপ্লোর
Rahul Dev Birthday: মারণরোগ কেড়ে নেয় স্ত্রীকে, একাহাতে মানুষ করেছেন ছেলেকে, বলিউডের খলনায়ককে জীবনদান করেন মুগ্ধা!
Celebrity Birthday: ২৭ সেপ্টেম্বর জন্মদিন রাহুল দেবের। হিসেব বলছে ৫৩-য় পড়লেন তিনি। কিন্তু দেখলে বোঝার উপায় নেই।
ফাইল চিত্র।
1/10

সুদর্শন চেহারা, ঈর্ষনীয় উপস্থিতি, পারিবারিক আভিজাত্যও ছিল। কিন্তু তা সত্ত্বেও বিনোদন জগতের আকর্ষণ উপেক্ষা করতে পারেননি। অভিনেতা হতে এসে খলনায়কের তকমাই সেঁটে গিয়েছে গায়ে। তাতেও বরাবর নজর কেড়েছেন রাহুল দেব।
2/10

দিল্লিতে জন্ম এবং বেড়ে ওঠা রাহুলের। বাবা ছিলেন দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার। অ্যাসিস্ট্যান্ট কমিশনা হিসেবে মোতায়েন ছিলেন। মা ছিলেন পেশায় শিক্ষিকা। রাহুলের ভাই মুকুল দেবও জনপ্রিয় অভিনেতা।
Published at : 27 Sep 2022 06:39 AM (IST)
আরও দেখুন






















