এক্সপ্লোর
Raju Srivastav Death: দিল্লিতে যমুনার ধারে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব, শেষকৃত্য করলেন ছেলে আয়ুষ্মান
Raju Srivastav last Ride: আজ, যমুনার তীরে, দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় রাজুর। উপস্থিত ছিলেন খুব কাছের বন্ধুরা ও পরিবার পরিজন। ফুলের মালায় সাজানো হয় রাজুর মরদেহ।
দিল্লিতে যমুনার ধারে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব, শেষকৃত্য করলেন ছেলে আয়ুষ্মান
1/10

একদিন যাঁর উপস্থিতিতেই ঠোঁটের কোনে হাসি ফুটে উঠত সবার, তিনি আর কখনও কথা বলবেন না, মঞ্চ আলো করবেন না ভেবেই চোখ ভিজছে সবার। দিল্লির এইমস হাসপাতালে গতকাল থেমে গিয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের লড়াই। ১ মাসেরও বেশ সময় ধরে টানা লড়াই চলার পরে পরলোকে পাড়ি দিয়েছেন শিল্পী।
2/10

আজ, যমুনার তীরে, দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় রাজুর। উপস্থিত ছিলেন খুব কাছের বন্ধুরা ও পরিবার পরিজন। ফুলের মালায় সাজানো হয় রাজুর মরদেহ।
Published at : 22 Sep 2022 04:29 PM (IST)
আরও দেখুন






















