এক্সপ্লোর
Baahubali: 'কাটাপ্পা' যদি 'বাহুবলী'-কে না মারত, তাহলে কী হত? ১০ বছর পরে উত্তর দিলেন 'ভল্লালদেব'
Baahubali News: সিনেমার প্রথমভাগে গল্পটা এমন জায়গায় শেষ হয়েছিল যে এই ছবির দ্বিতীয় ভাগ দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে। অনেক রহস্যের সমাধান হয় 'বাহুবলী'-র এই দ্বিতীয় ভাগে।
'কাটাপ্পা' যদি 'বাহুবলী'-কে না মারত, তাহলে কী হত? ১০ বছর পরে উত্তর দিলেন 'ভল্লালদেব'
1/7

১০ বছরেরও বেশি সময় আগে মুক্তি পেয়েছিল 'বাহুবলী-দ্য বিগিনিং' (Baahubali: The Beginning)। 'বাহুবলী'-র প্রথম ভাগ। প্রভাস থেকে শুরু করে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। চর্চায় ছিল সিনেমার অ্যাকশন সিকোয়েন্স ও।
2/7

২ বছর পরে মুক্তি পায় 'বাহুবলী'-র দ্বিতীয় অধ্যায় মুক্তি পায় 'বাহুবলী ২: দ্য কনক্লুসন' (Baahubali 2: The Conclusion)। সিনেমার প্রথমভাগে গল্পটা এমন জায়গায় শেষ হয়েছিল যে এই ছবির দ্বিতীয় ভাগ দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে। অনেক রহস্যের সমাধান হয় 'বাহুবলী'-র এই দ্বিতীয় ভাগে।
Published at : 19 Jul 2025 12:41 AM (IST)
আরও দেখুন






















