এক্সপ্লোর
সুশান্ত সিংহ রাজপুতকে শেষবারের মতো দেখতে গেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
1/12

সুশান্তের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকবিহ্বল সারা দেশই। বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড়, রাজনৈতিক নেতা সহ সাধারণ মানুষও শোক ও মর্মবেদনা প্রকাশ করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। (ছবি-মানব মঙ্গলানি)।
2/12

রিয়ার আগে সুশান্ত সিংহ রাজপুতের ছয় বছর ধরে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্ক ছিল। (ছবি-মানব মঙ্গলানি)
3/12

জানা গেছে, বিগত কয়েকমাস ধরেই অবসাদগ্রস্ত ছিলেন সুশান্ত। (ছবি-মানব মঙ্গলানি)
4/12

গলায় ফাঁসের কারণেই শ্বাসরুদ্ধ হয়। রিপোর্ট পুলিশের কাছে জমা পড়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
5/12

রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরুদ্ধ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
6/12

সুশান্ত সিংহ রাজপুতের ময়নাতদন্তের পর কুপার হাসপাতাল রিপোর্ট জানিয়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
7/12

ছবি দেখেই তাঁর মানসিক অবস্থার অনুমান করা যেতে পারে। (ছবি-মানব মঙ্গলানি)।
8/12

হাসপাতালে সুশান্তকে শেষবার দেখতে যাওয়ার সময় রিয়া দৃশ্যতই ছিলেন শোকবিহ্বল, চোখমুখ ছিল থমথমে। (ছবি-মানব মঙ্গলানি)
9/12

পটনা থেকে পরিবারের লোকজন পৌঁছন মুম্বইয়ে। (ছবি-মানব মঙ্গলানি)
10/12

আজই শেষকৃত্য সুশান্ত সিংহ রাজপুতের। (ছবি-মানব মঙ্গলানি)
11/12

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রিয়া ও সুশান্ত একে অপরের সঙ্গে ডেট করছিলেন। যদিও দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। (ছবি-মানব মঙ্গলানি)
12/12

সুশান্ত সিংহ রাজপুতকে শেষবারের মতো দেখতে গেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দুজনের বন্ধুত্ব ছিল বলে বলিউড সূত্রের খবর। মুম্বইয়ের বান্দ্রায় রবিবার নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত। বিনা মেঘে বজ্রপাতের মতোই এই দুঃসংবাদে স্তম্ভিত চলচ্চিত্র মহল। শোকের ছায়া বলিউডে। ময়না তদন্তের পর সুশান্তর দেহ মুম্বইয়ে যে হাসপাতালে রাখা হয়, সেখানে যান বলিউড অভিনেত্রী রিয়া। তাঁর হাসপাতালে যাওয়ার বেশ কিছু ছবি সামনে এসেছে। (ছবি-মানব মঙ্গলানি)
Published at :
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















