এক্সপ্লোর
Rituparna Sengupta: ‘আকরিক’-এর হাতে ধরে সিঙ্গল মাদার হতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তুঙ্গে জল্পনা

সিঙ্গল মাদার হতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
1/8

এবার সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
2/8

ছবির নাম আকরিক, ছবিটির পরিচালনা করেছেন পরিচালক তথাগত ভট্টাচার্য।
3/8

ঋতুপর্ণা সেনগুপ্তর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়, অনুরাধা রায়, অনিন্দ্য় সরকার সহ টলি পাড়ার একাধিক চেনা মুখেরা।
4/8

এই ছবি দিয়েই বহুদিন পর রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
5/8

ইতিমধ্য়েই 'আকরিক'-এর কথা ঘোষণা করে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা।
6/8

‘আকরিক’-এ সুপ্রতিম রায়কে ভিক্টরের ছেলের ভূমিকায় দেখা যাবে।
7/8

এই ছবি সিনেমা হলের পাশাপাশি ওটিটি ও বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
8/8

তবে দর্শকের এই ছবি কতটা ভালোলাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 29 Apr 2022 01:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
