এক্সপ্লোর
Rituraj Singh Death: প্রয়াত 'অনুপমা' অভিনেতা ঋতুরাজ সিংহ, ফিরে দেখা শিল্পীর কর্মজীবন
Rituraj Singh Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা ঋতুরাজ সিংহের। বয়স হয়েছিল ৫৯। ছিল অগ্ন্যাশয়জনিত একাধিক সমস্যাও।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

মঙ্গলবার সকালে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। খবর মেলে মাত্র ৫৯ বছর বয়সেই প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিংহ। তাঁর অভিনয় মন জয় করেছে বারবার। ছবি: ইনস্টাগ্রাম
2/10

১৯৯০-এর আশেপাশে ভারতীয় টেলিভিশন দুনিয়ায় নিজের ছাপ রাখতে শুরু করেন অভিনেতা। জি টিভির রিয়্যালিটি গেম শো 'তোল মোল কে বোল'-এর হাত ধরে পারিবারিক নাম হয়ে ওঠেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
3/10

তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও স্নেহপূর্ণ আচরণ তাঁকে দেশসুদ্ধ সকল দর্শকের কাছের করে তোলে। অচিরেই বিনোদন দুনিয়ার অচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
4/10

দক্ষ সঞ্চালনার পাশাপাশি, ঋতুরাজ অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজের ক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করেছেন বছরের পর বছর ধরে। ছবি: ইনস্টাগ্রাম
5/10

নিজের প্রতিভার আলোয় রাজত্ব করেছেন ছোটপর্দায়, অজস্র ধারাবাহিকে তাঁর কাজই প্রমাণ। এছাড়া কাজ করেছেন একাধিক সিনেমা, ওটিটি শোয়েও। ছবি: ইনস্টাগ্রাম
6/10

১৯৯৩ সালে জি টিভিতে সম্প্রচারিত 'বনেগি অপনি বাত' ধারাবাহিক বিপুল জনপ্রিয়তা লাভ করে। এর মাধ্যমেই অভিনয় জগতে নিজের স্থান আরও পোক্ত করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
7/10

তাঁর পুরো কর্মজীবনজুড়ে, ঋতুরাজ সিংহ ভারতীয় টেলিভিশনে একটি অমার্জনীয় চিহ্ন রেখে একের পর এক ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করেছেন। ছবি: ইনস্টাগ্রাম
8/10

'হিটলার দিদি', 'জ্যোতি', 'শপথ', 'আদালত', 'আহট', 'দিয়া অউর বাতি হম', 'ওয়ারিয়ার হাই' ও 'লাডো ২' ধারাবাহিকের মতো একাধিক চরিত্রে কাজ করেছেন ও প্রশংসিত হয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
9/10

যে কোনও ধরনের চরিত্রকে সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তোলার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। যে কারণে সমস্ত বয়সের দর্শক তাঁর অভিনয়ের ভক্ত। ছবি: ইনস্টাগ্রাম
10/10

কেবল ধারাবাহিকই নয়, 'বদ্রীনাথ কি দুলহনিয়া', 'তুম মিলে', 'জার্সি', 'ইয়ারিয়াঁ ২'-র মতো একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 20 Feb 2024 01:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
