এক্সপ্লোর
Rukmini Birthday: রুক্মিণীর জন্মদিন উদযাপনে সামিল দেব, সৌরভ, বাবুল.. প্রকাশ্যে পার্টির অন্দরের ছবি
Rukmini Maitra Birthday: রুক্মিণীর জন্মদিনে আমন্ত্রিত সৌরভ-বাবুল, বার্থডে গার্লের পাশে পাশে রইলেন দেব

রুক্মিণীর জন্মদিনে আমন্ত্রিত সৌরভ-বাবুল, বার্থডে গার্লের পাশে পাশে রইলেন দেব
1/10

সারাটা দিন কাটল ব্যস্ততায়, রাতে, পরিবার ও অতিথি অভ্যাগতদের সঙ্গে জন্মদিন উদযাপন রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার জন্মদিনে পার্টির অন্দরের ছবি শেয়ার করে নিলেন দেব (Dev)।
2/10

রুক্মিণীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন একসঙ্গে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল একসঙ্গে দেখেন তাঁরা।
3/10

রুক্মিণী মৈত্রের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বাবুল - সুপ্রিয়ও। হাসি মুখে তাঁকেও ফ্রেমবন্দি হতে দেখা গেল বার্থডে গার্লের সঙ্গে।
4/10

রুক্মিণীর নতুন ছবি 'বুমেরাং' দেখতে ও তাঁর জন্মদিন উপলক্ষ্যে এসেছিলেন তাঁর ভাইজি। এদিন রুক্মিণীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সেই খুদেও।
5/10

বিশেষ দিনটা যেমন ছবির প্রচারে কাটিয়েছেন রুক্মিণী, তেমনই কাটিয়েছেন পরিবারের সঙ্গেও। সন্ধেয় পরিবারের সঙ্গে সময় কাটানো ও রাতে পরিবারের সঙ্গে উদযাপন রুক্মিণীর।
6/10

একটি ছবিতে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন দেব। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন কেড়েছে এই ছবিটি।
7/10

রুক্মিণীর মায়ের সঙ্গেও একটি মিষ্টি ছবি পোস্ট করে নিয়েছেন রুক্মিণী। এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা বলেছেন, 'দেব ও তার শাশুড়ির মিষ্টি মুহূর্ত'
8/10

রুক্মিণীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন পরিচালক প্রযোজক জুটি অতনু ও অভিজিৎ-ও। দেবকে দেখা গেল তাঁদের সঙ্গে ফ্রেমবন্দি হতে।
9/10

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিভিন্ন জায়গায় সফরের ছবি দিয়ে রুক্মিণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। সেখানে তিনি রুক্মিণীকে উল্লেখ করেছিলেন সেরা সফরসঙ্গী হিসেবে।
10/10

এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি বিয়েতে বিশ্বাসী ও ভীষণ রোম্যান্টিক। তাই দেবকে তিনি বিয়েই করতে চান।
Published at : 28 Jun 2024 11:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
