এক্সপ্লোর
Sai Pallavi: কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছিলেন, সাই পল্লবীর জীবনবোধ অবাক করবে আপনাকেও!
Sai Pallavi News: কেন সাই পল্লবী কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছিলেন?
কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছিলেন, সাই পল্লবীর জীবনবোধ অবাক করবে আপনাকেও!
1/7

দক্ষিণের এই অভিনেত্রী এখন চর্চায় রয়েছেন। সামনেই পর্দায় সীতা-র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাই এখন দর্শকদের নজর রয়েছে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও কাজের জীবনের দিকেই। তিনি সাই পল্লবী (Sai Pallavi)
2/7

সাই পল্লবীকে এই চরিত্রের জন্য মনোনীত করেছেন 'রামায়ণ'-এর পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। দর্শকেরাও মনে করছেন, এর থেকে ভাল কাস্টিং আর হতে পারত না।
Published at : 07 Jul 2025 12:51 AM (IST)
আরও দেখুন






















