এক্সপ্লোর
Sara Tendulkar Photos: নজরকাড়া লুকে সিনে তারকাদেরও টেক্কা দিতে পারেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর
Sara Tendulkar Photos
1/10

মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কাড়ে। সারা সদ্যই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন।সারা মাঝেমধ্যেই মুম্বই থেকে লন্ডন ও লন্ডন থেকে মুম্বইয়ে যাতায়াত করেন। তারকা সন্তান সারা তাঁর সিম্পল লুক ও চার্মি পার্সোলানালিটির জন্য সোশাল মিডিয়ায় নজর কাড়েন।
2/10

এই পিচ ফেদার সোয়েটারে সারা তেন্ডুলকরকে বেশ চমৎকার দেখিয়েছে। ব্যালকনিতে কফির কাপ হাতে ছবি তুলেছেন তিনি।
Published at : 04 Dec 2021 11:38 PM (IST)
আরও দেখুন





















