এক্সপ্লোর
Miss Universe: এই প্রথমবার 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব, প্রতিনিধিত্বে কে?
Saudi Arabia: 'রক্ষণশীল' তকমা তবে কি আরও এক পরত হালকা হল? যুবরাজ মহম্মদ বিন সলমনের অধীনে এই দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। 'মিস ইউনিভার্স' সৌন্দর্য্য প্রতিযোগিতায় এবার অংশ নেবে সৌদি আরব।
রুমি আলকাহতানি, ছবি: ইনস্টাগ্রাম
1/10

আনুষ্ঠানিকভাবে এবার 'মিস ইউনিভার্স'-এর প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে সৌদি আরব। রক্ষণশীল এই দেশের প্রথম প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবেন রুমি আলকাহতানি। ছবি: ইনস্টাগ্রাম
2/10

'রক্ষণশীল' তকমা তবে কি আরও এক পরত হালকা হল? যুবরাজ মহম্মদ বিন সলমনের অধীনে এই দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। 'মিস ইউনিভার্স' সৌন্দর্য্য প্রতিযোগিতায় এবার অংশ নেবে সৌদি আরব। ছবি: ইনস্টাগ্রাম
3/10

রুমি আলকাহতানি, ২৭ বছর বয়সী এক মডেল। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে রুমি জানান যে তিনিই প্রথম সেই দেশের প্রতিনিধিত্ব করে অংশ নেবেন এই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়। ছবি: ইনস্টাগ্রাম
4/10

তিনি লেখেন, 'এই হলেন সৌদি আরব থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী।' এই প্রথম সেই দেশ মিস ইউনিভার্সে অংশ নেবে, খবর 'দ্য খালীজ টাইমস' ও 'এবিসি নিউজ' সূত্রে। ছবি: ইনস্টাগ্রাম
5/10

সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা রুমি আলকাহতানি একজন মডেল, যিনি একাধিক আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিখ্যাত। ছবি: ইনস্টাগ্রাম
6/10

সম্প্রতি, কয়েক সপ্তাহ আগে, তিনি মালয়শিয়ায় আয়োজিত 'মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান' প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম
7/10

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার অবদান হল বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানা এবং আমাদের খাঁটি সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরা।' ছবি: ইনস্টাগ্রাম
8/10

রুমি এর আগে 'মিস সৌদি আরব'-এর মুকুট জিতেছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'মিস মিডল ইস্ট (সৌদি আরব)' তকমাও। ছবি: ইনস্টাগ্রাম
9/10

শুধু তাই নয়। রুমির মাথায় উঠেছে 'মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১' ও 'মিস উইম্যান (সৌদি আরব)'-এর মুকুটও। ছবি: ইনস্টাগ্রাম
10/10

ইনস্টাগ্রামে তাঁর মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা, আর এক্স (পূর্ববর্তী ট্যুইটার)-এ অনুরাগীর সংখ্যা প্রায় হাজার ২। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 27 Mar 2024 08:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























