এক্সপ্লোর
Shah Rukh Khan: আলোর ঝলকানিতে হইহই কাণ্ড, কাকভোরে ‘বাদশাহ’-দর্শন মুম্বইয়ে, অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন শাহরুখ
Bollywood Updates: স্ত্রী গৌরী এবং ছেলে অ্যাব্রামও শাহরুখের সঙ্গেই দেশে ফিরলেন। আমেরিকায় অভিনেতাকে দেখভাল করছিলেন তাঁরাই।
![Bollywood Updates: স্ত্রী গৌরী এবং ছেলে অ্যাব্রামও শাহরুখের সঙ্গেই দেশে ফিরলেন। আমেরিকায় অভিনেতাকে দেখভাল করছিলেন তাঁরাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/e270d53172df9ff5da378f9ab2c407f51688526012193338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার ভোরে। ছবি: পিটিআই।
1/10
![প্রিয় অভিনেতা আহত, অস্ত্রোপচার হয়েছে শুনে মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। উদ্বেগ দেখা দিয়েছিল তাঁর স্বাস্থ্য নিয়েও। তবে মুম্বইয়ে চেনা ভঙ্গিতেই ধরা দিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800c4e99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রিয় অভিনেতা আহত, অস্ত্রোপচার হয়েছে শুনে মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। উদ্বেগ দেখা দিয়েছিল তাঁর স্বাস্থ্য নিয়েও। তবে মুম্বইয়ে চেনা ভঙ্গিতেই ধরা দিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
2/10
![বুধবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল শাহরুখের। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরলেন তিনি। নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়েই বেরোলেন বিমানবন্দর থেকে। বিমান বন্দরে দেখা মিলল শাহরুখের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে অ্যাব্রামেরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/156005c5baf40ff51a327f1c34f2975b4f0fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল শাহরুখের। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরলেন তিনি। নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়েই বেরোলেন বিমানবন্দর থেকে। বিমান বন্দরে দেখা মিলল শাহরুখের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে অ্যাব্রামেরও।
3/10
![কাকভোরেও শাহরুখদর্শনে বিমানবন্দরে তখন উপচে পড়ছে ভিড়। পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশে চোখ খুলে রাখা দায়। তার মধ্যেও বরাবরের মতো অমায়িক থাকলেন শাহরুখ। একবার ইশারা করে ফ্ল্যাশ বন্ধ করার ইঙ্গিতও দিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/799bad5a3b514f096e69bbc4a7896cd975947.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাকভোরেও শাহরুখদর্শনে বিমানবন্দরে তখন উপচে পড়ছে ভিড়। পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশে চোখ খুলে রাখা দায়। তার মধ্যেও বরাবরের মতো অমায়িক থাকলেন শাহরুখ। একবার ইশারা করে ফ্ল্যাশ বন্ধ করার ইঙ্গিতও দিলেন।
4/10
![ঠিক কী হয়েছিল শাহরুখের, কতটা আঘাত পেয়েছিলেন তিনি, যা এখনও পরিষ্কার নয়। তবে বিভিন্ন সূত্রে যে খবর উঠে এসেছে, সেই অনুযায়ী, শ্যুটিং করতে গিয়ে চোট পান শাহরুখ। নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/d0096ec6c83575373e3a21d129ff8fef8b04a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঠিক কী হয়েছিল শাহরুখের, কতটা আঘাত পেয়েছিলেন তিনি, যা এখনও পরিষ্কার নয়। তবে বিভিন্ন সূত্রে যে খবর উঠে এসেছে, সেই অনুযায়ী, শ্যুটিং করতে গিয়ে চোট পান শাহরুখ। নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে।
5/10
![সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহরুখকে। কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে, শাহরুখের নাকে অস্ত্রোপচারও করতে হয় বলে জানা গিয়েছে। তবে আপাতত তিনি সুস্থ বলে জানা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/032b2cc936860b03048302d991c3498f13daa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহরুখকে। কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে, শাহরুখের নাকে অস্ত্রোপচারও করতে হয় বলে জানা গিয়েছে। তবে আপাতত তিনি সুস্থ বলে জানা গিয়েছে।
6/10
![লস অ্যাঞ্জেলসে কোন ছবির শ্যুটিং করছিলেন শাহরুখ, তা এখনও স্পষ্ট নয়। তবে বড় কিছু ঘটতে চলেছে বলে জল্পনা। তাই আনুষ্ঠানিক ঘোষণার আগে রাখঢাক করা হচ্ছে বিষয়টি নিয়ে। শাহরুখের অনুরাগীরা যদিও এখন থেকেই উৎসুক হয়ে পড়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/18e2999891374a475d0687ca9f989d8355455.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লস অ্যাঞ্জেলসে কোন ছবির শ্যুটিং করছিলেন শাহরুখ, তা এখনও স্পষ্ট নয়। তবে বড় কিছু ঘটতে চলেছে বলে জল্পনা। তাই আনুষ্ঠানিক ঘোষণার আগে রাখঢাক করা হচ্ছে বিষয়টি নিয়ে। শাহরুখের অনুরাগীরা যদিও এখন থেকেই উৎসুক হয়ে পড়েছেন।
7/10
![এদিন বিমানবন্দরে স্বাভাবিক ভঙ্গিতেই দেখা গিয়েছে শাহরুখকে। পরনে ছিল নীলরঙা হুডি, ফেডেড নীল ডেনিম। চোখ ঢাকা ছিল বার্গান্ডি রংয়ের চশমায়। মাথায় ছিল টুপি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/30e62fddc14c05988b44e7c02788e187af383.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন বিমানবন্দরে স্বাভাবিক ভঙ্গিতেই দেখা গিয়েছে শাহরুখকে। পরনে ছিল নীলরঙা হুডি, ফেডেড নীল ডেনিম। চোখ ঢাকা ছিল বার্গান্ডি রংয়ের চশমায়। মাথায় ছিল টুপি।
8/10
![তবে অন্য সময় বিমানবন্দরে অনুরাগীদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান শাহরুখ। অটোগ্রাফও বিলোন অকাতরে। তবে এদিন কোনও দিকে তাকাননি তিনি। সটান নিজের গাড়িতে গিয়ে ওঠেন। তবে গালে টোল-সহ সেই হাসির দেখা পান সকলেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/ae566253288191ce5d879e51dae1d8c38f26a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে অন্য সময় বিমানবন্দরে অনুরাগীদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান শাহরুখ। অটোগ্রাফও বিলোন অকাতরে। তবে এদিন কোনও দিকে তাকাননি তিনি। সটান নিজের গাড়িতে গিয়ে ওঠেন। তবে গালে টোল-সহ সেই হাসির দেখা পান সকলেই।
9/10
![এদিন বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় শাহরুখের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে অ্যাব্রামকেও। শাহরুখের সঙ্গে ছিলেন না তাঁরা, বরং একটু তফাত রেখে কিছু ক্ষণ পর বেরোন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/fe5df232cafa4c4e0f1a0294418e566074369.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় শাহরুখের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে অ্যাব্রামকেও। শাহরুখের সঙ্গে ছিলেন না তাঁরা, বরং একটু তফাত রেখে কিছু ক্ষণ পর বেরোন।
10/10
![জানা যাচ্ছে, আমেরিকায় শাহরুখের সঙ্গেই ছিলেন গৌরী এবং অ্যাব্রাম। শ্যুটিং থেকে হাসপাতাল, গোটা পর্বে শাহরুখের দেখভাল করেছেন তাঁরা। আমেরিকা থেকে শাহরুখকে একেবারে নিয়েই ফিরলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/8cda81fc7ad906927144235dda5fdf1530814.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা যাচ্ছে, আমেরিকায় শাহরুখের সঙ্গেই ছিলেন গৌরী এবং অ্যাব্রাম। শ্যুটিং থেকে হাসপাতাল, গোটা পর্বে শাহরুখের দেখভাল করেছেন তাঁরা। আমেরিকা থেকে শাহরুখকে একেবারে নিয়েই ফিরলেন।
Published at : 05 Jul 2023 08:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)