এক্সপ্লোর
রাত কেটেছে হোটেলের বাইরে, ছিল না খাবার কেনার টাকা, কঠিন পথ পেরিয়ে বলিউডে সফল অভিনেতারা
ফাইল ছবি
1/10

ছিল না কোনও গড ফাদার, কঠিন যুদ্ধে জিতে আজ বলিউডের স্টার তাঁরা। মুম্বইয়ে মার্শাল আর্টের শিক্ষক ছিলেন অক্ষয় কুমার। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যাঙ্ককে থাকাকালীন মার্শাল আর্ট শেখাতেন তিনি।
2/10

আর সেই মার্শাল আর্টই বদলে দিয়েছিল জীবন। বরাবরই মার্শাল আর্ট নিয়ে আগ্রহ ছিল তাঁর। বহু খেলায় তিনি হেরে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। কিন্তু উপার্জনের বিষয়ে সৎ ছিলেন অভিনেতা।
Published at : 07 Jun 2021 12:06 PM (IST)
আরও দেখুন






















