এক্সপ্লোর
Shahrukh Khan Mannat: ১৩ কোটি টাকা দিয়ে ‘মন্নত’ কিনেছিলেন শাহরুখ, এখন দাম কত জানেন?

mannat_2
1/5

বিগত কয়েক দশক ধরেই জনপ্রিয়তার শিখরে বলিউড অভিনেতা শাহরুখ খান। রুপোলি পর্দায় দীর্ঘ কেরিয়ারে দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছেন বলিউডের কিং খান। কেরিয়ারের শুরুতে এসআরকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন। এরপর তিনি বলিউডে পা রাখেন। আর বাকিটা তো ইতিহাস। অভিনয় দক্ষতায় বারেবারেই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
2/5

দুরন্ত অভিনয় ক্ষমতা এবং তার জনপ্রিয় ও সুপারহিট সিনেমা ছাড়াও শাহরুখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তাঁর বাসভবন ‘মন্নত’-এর নামও। ছয় মহলার বাড়ি মন্নত। এই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ এবং শেষে মন্নত নামকরণ করা হয়। কারণ, তা এরআরকে-র সমস্ত ইচ্ছে পূরণ করেছে।
3/5

কিন্তু জানেন কি, শাহরুখ মন্নত কতট টাকায় কিনেছিলেন? শাহরুখ এই বাংলো ১৩ কোটি টাকায় কিনেছিলেন। এখন এই বাংলো কিনতে গেলে কত পড়বে, এই প্রশ্নের উত্তরে বলা যায়, এর মূল্য এখন সাড়ে তিনশো কোটি টাকার মতো।
4/5

শাহরুখ একবার বলেছিলেন যে, তিনি এই বাড়ি কখনওই ছাড়বেন না তিনি। সব কিছু বিক্রি করতে পারেন, কিন্তু মন্নত-কে নয়। এর থেকেই বুঝতে পারেন, এই বাংলোর সঙ্গে শাহরুখ ও তাঁর পরিবার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। এই বাড়ির ডিজাইন করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।
5/5

শাহরুখকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। ২০১৮-তে এই সিনেমা মুক্তি পেয়েছিল। পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে শাহরুখ এই সিনেমায় কাজ করেছিলেন। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মাকেও দেখা গিয়েছিল এই সিনেমায়। এরপর থেকে শাহরুখকে আর কোনও সিনেমায় দেখা যায়নি।
Published at : 29 Mar 2021 08:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
