Shreya Ghoshal Birthday: শ্রেয়া ঘোষাল সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
By : abp ananda | Updated at : 12 Mar 2022 07:57 PM (IST)
শ্রেয়া ঘোষাল
1/10
আজ জন্মদিন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের। বর্তমান প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বিপুল। খুব অল্প বয়স থেকেই গান শেখা শুরু শ্রেয়া ঘোষালের। শুধু বাংলা কিংবা হিন্দি ভাষাতেই নয়, শ্রেয়া ঘোষাল এ দেশের বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা বিভিন্ন তথ্য।
2/10
মাত্র ৪ বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন শ্রেয়া ঘোষাল। বাংলা এবং হিন্দির পাশাপাশি, অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, মরাঠী, মালায়লম, নেপালি ভাষায় গান গেয়ে ফেলেছেন তিনি। বিভিন্ন ভাষায় ইতিমধ্যেই কয়েক হাজার গান রেকর্ড করে ফেলেছেন তিনি।
3/10
ছবির গানের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতেও তুখোড় শ্রেয়া ঘোষাল। গজল, ক্লাসিকাল, পপ, ভজন এবং অন্যান্য বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন তিনি।
4/10
গানের শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শ্রেয়া ঘোষাল। মাত্র ১৬ বছর বয়সে তিনি জনপ্রিয় গানের শো সারেগামাপা জেতেন। তারপর কেরিয়ারের জন্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
5/10
সারেগামাপা-র মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি বহু নামী পরিচালকের নজরে পড়ে যান। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর চোখে তাঁর প্রতিভা পড়ে। এবং তিনি তাঁর 'দেবদাস' ছবিতে শ্রেয়া ঘোষালকে প্রথমবার গান গাওয়ার সুযোগ দেন।
6/10
'দেবদাস' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় শ্রেয়া ঘোষালের। এই ছবিতে তাঁর গাওয়া গান 'বৈরি পিয়া' আজও মানুষের মুখে মুখে ফেরে। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার পান।
7/10
এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন যে, তাঁর অত্যন্ত পছন্দের গায়ক সোনু নিগম। তাঁর এমন বক্তব্যের পরই দুই গায়কের মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও শ্রেয়া ঘোষাল কিংবা সোনু নিগম কেউই সেই কথা স্বীকার করেননি। বরং, দুই তারকাই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সুখী।
8/10
২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া ঘোষাল। তিনি মা-ও হয়েছেন। সোশ্য়াল মিডিয়ায় সন্তান ও পরিবারের সঙ্গে প্রায়ই নানা ছবি শেয়ার করে থাকেন।
9/10
গান বাছার ক্ষেত্রে খুবই সচেতন থাকেন শ্রেয়া ঘোষাল। জানা যায়, ডবল মিনিং গান কিংবা তাঁর রুচিতে বাধে এমন গান তিনি কেরিয়ারে কখনও গাননি। পরবর্তীতেও সেই ধরনের গান কখনও গাইবেন না বলে জানান শ্রেয়া।
10/10
সদ্য কিছুদিন আগেই মুক্তি পায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবিতে তাঁর গাওয়া 'যব সইয়াঁ' গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে। প্রতিভাবান গায়িকা শ্রেয়া ঘোষালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।