এক্সপ্লোর
Sourav Das: পেশা না পরিবার, কোনটা বেছে নেবেন সৌরভ?
Sourav Das: এই প্রথমবার একজন স্কেচ আর্টিস্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে।
পেশা না পরিবার, কোনটা বেছে নেবেন সৌরভ?
1/10

আসছে পরিচালক আকাশ সরকারের নতুন ছবি ‘চিত্রকর’।
2/10

ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস ও মধুমিতা কুশারী।
3/10

‘চিত্রকর’ ছবিটির গল্প লিখেছেন অনির্বাণ চক্রবর্তী।
4/10

ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অরিন্দম ভট্টাচার্য।
5/10

‘চিত্রকর’ ছবিটি চিত্তরঞ্জন কর নামে একজন রোড স্কেচ আর্টিস্টের জীবনের উপর ভিত্তি করে নির্মিত।
6/10

গল্পে উঠে এসেছে চিত্তরঞ্জন করের পেশাগত জীবন ও পারিবারিক জীবনের টানাপোড়েন।
7/10

ছবির পরতে পরতে রয়েছে ঘটনার ঘটঘটা।
8/10

ছবিতে কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অর্কপ্রভা ভট্টাচার্য, শুভজিত দাস, রুমা ভদ্র সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা।
9/10

ছবির শ্য়ুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।
10/10

তবে এখন থেকেই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।
Published at : 21 Mar 2023 06:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















