এক্সপ্লোর
Yami Gautam: মুম্বইয়ে বৃষ্টির মধ্যেই নববধূর সাজে ইয়ামি গৌতম
বিয়ের পর নববধূর সাজেই ঘুরছেন অভিনেত্রী ইয়ামি গৌতম
1/9

সদ্য বিয়ে করেছেন। নববধূর সাজেই ঘুরছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি মুম্বইয়ে তাঁকে শাড়ি-গয়না পরে দেখা গেল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
2/9

মুম্বইয়ে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরোলেন ইয়ামি। নববধূর সাজে তাঁকে অপরূপা লাগছিল।
3/9

অভিনেত্রীরা সাধারণত বিয়ের পরেও প্রকাশ্যে সিঁদুর বা বিয়ের পরিচয়বাহক গয়না পরে ঘোরেন না। কিন্তু ইয়ামি বুঝিয়ে দিয়েছেন, তিনি এই ভাবনায় বিশ্বাসী নন।
4/9

চিরাচরিত পোশাক ও গয়নায় ইয়ামির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
5/9

গত ৪ জুন হিমাচল প্রদেশের মান্ডিতে পরিবারের লোকজনের উপস্থিতিতে প্রথা মেনে বিয়ে করেন ইয়ামি। তাঁর স্বামী লেখক ও পরিচালক আদিত্য ধর।
6/9

বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই ইয়ামিকে চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে।
7/9

কয়েকদিন আগে বিমানবন্দরেও চিরাচরিত পোশাকেই দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
8/9

বিয়ের পর কাজে ফিরেছেন ইয়ামি। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি থ্রিলার ড্রামা ‘লস্ট’-এ অভিনয় করছেন তিনি।
9/9

কলকাতাতেও শ্যুটিং হচ্ছে ‘লস্ট’-এর।
Published at : 15 Jul 2021 02:25 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















