এক্সপ্লোর
Srimati: অর্জুনের পরিচালনায় ছাপোষা মধ্যবিত্ত পরিবারের গল্প বলবেন স্বস্তিকা, খেয়া আর তৃণা
স্বস্তিকা-খেয়া-তৃণা
1/10

কলেজ জীবনের প্রেম, তারপরে বিয়ে। কিন্তু সেখানে একটা ছোট্ট ট্যুইস্ট। স্বামীর চেয়ে স্ত্রী একটু বড়। আর তাই নাকি গোটা কলেজে মজা করে তাঁদের বলা হত ভাই-বোনের জুটি। আর সেই জুটির গল্পই পর্দায় ফুটিয়ে তুলবেন টলিপাড়ার এক নতুন জুটি। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির নাম শ্রীমতী (Srimati)।
2/10

পর্দায় এর আগে তাঁকে দেখা গিয়েছে ঝকঝকে, ঝলমলে ভূমিকায়। কিন্তু অর্জুন দত্তের (Arjun Dutta) 'শ্রীমতী' (Srimati) পরিচয় করাবে গৃহ পরিচারিকা খেয়া চট্টোপাধ্যায়ের (Kheya Chatterjee) সঙ্গে! স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)-র সঙ্গে একটা মিষ্টি সম্পর্কের গল্প বলবেন পর্দার কাজল।
Published at : 23 Jun 2022 01:07 PM (IST)
আরও দেখুন






















