এক্সপ্লোর
SSR Death Anniversary: 'কখনও ছেড়ে যাব না' বলা মানুষটাই তারার দেশে, জানুন সুশান্তের অজানা তথ্য
সুশান্ত সিংহ রাজপুত
1/10

আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের। অসংখ্য অনুরাগীর মনে দুঃখ দিয়ে দুবছর আগে আজকের দিনেই অকালে পৃথিবী ছেড়ে চলে যান। অনুরাগী থেকে তাঁর সহকর্মীরা আজও বিশ্বাস করতে পারেন না যে কোন সেই কারণ, যা সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিল। অভিনেতার মৃত্যুরহস্য আজও অজানা। চলছে তদন্ত। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তাঁর। আজ সুশান্ত সিংহের মৃত্যুদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10

সুশান্ত সিংহ রাজপুত দ্রুত যেকোনও কিছু শিখে নিতে পারতেন। পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড উইনার ছিলেন তিনি। ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পিটিটিভ এক্সামে সম্পত স্থান অধিকার করেন। দিল্লি টেকনিকাল ইউনিভার্সিটিতে পড়াকালীন অভিনয়ের জন্য মাঝপথেই পড়াশোনা ছাড়েন। গিটার বাজানো থেকে দুহাতে লেখায় দক্ষ ছিলেন সুশান্ত।
Published at : 14 Jun 2022 08:57 PM (IST)
আরও দেখুন






















