এক্সপ্লোর
Subha Bijoya First Look: কৌশিক-চূর্ণির পরিবার সেজেছে দুর্গাপুজোর সাজে, 'শুভ বিজয়া'-র লুক প্রকাশ্যে
এই প্রথম কোনও পারিবারিক ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বনি-কৌশানি। লাল পাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় সেজেছেন কৌশানী।
শুভ বিজয়া
1/10

তিলোত্তমার বুকে যেন দুর্গাপূজোর আবহ। কলাবউ স্নান, ঢাকে কাঠি, লাল সাদা শাড়িতে, সিঁদুরে অঞ্জলি সাজ.. সব মিলিয়ে যেন পুজো পুজো গন্ধ।
2/10

এখনও পুজো আসতে ঢের দেরি, তবে ইতিমধ্যেই 'শুভ বিজয়া'-র প্রস্তুতি নিয়ে ফেলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
Published at : 29 Jul 2022 02:22 PM (IST)
আরও দেখুন






















