এক্সপ্লোর
Subha Bijoya First Look: কৌশিক-চূর্ণির পরিবার সেজেছে দুর্গাপুজোর সাজে, 'শুভ বিজয়া'-র লুক প্রকাশ্যে
এই প্রথম কোনও পারিবারিক ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বনি-কৌশানি। লাল পাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় সেজেছেন কৌশানী।
শুভ বিজয়া
1/10

তিলোত্তমার বুকে যেন দুর্গাপূজোর আবহ। কলাবউ স্নান, ঢাকে কাঠি, লাল সাদা শাড়িতে, সিঁদুরে অঞ্জলি সাজ.. সব মিলিয়ে যেন পুজো পুজো গন্ধ।
2/10

এখনও পুজো আসতে ঢের দেরি, তবে ইতিমধ্যেই 'শুভ বিজয়া'-র প্রস্তুতি নিয়ে ফেলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
3/10

রহস্য সমাধান হল লুক প্রকাশে। গতকাল অর্থাৎ ২৮ তারিখ থেকেই শুরু হয়েছে পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর নতুন ছবি 'শুভ বিজয়া' (Subha Bijoya)-র শ্যুটিং।
4/10

প্রকাশ্যে এসেছে সমস্ত চরিত্রের প্রথম লুক। এই প্রথম কোনও পারিবারিক ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বনি-কৌশানি।
5/10

এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন মানসী সিংহ (Manashi Sinha), অমৃতা দে (Amrita Day)। ও দেবতনু (Devtanu)। এই ছবির সৌজন্যেই স্বামী-স্ত্রী হিসেবে দর্শক পর্দায় দেখবেন কৌশিক ও চূর্ণিকে।
6/10

প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের লুকও। দুজনকেই বেশ অন্যরকম দেখাচ্ছে। ছবিতে তাঁদের চরিত্রের নাম অমর্ত্য ও বিজয়া।
7/10

অন্যদিকে, ছবিতে কৌশানীর নাম হয়েছে উমা। আর বনির চরিত্রের নাম আদিত্য।
8/10

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। তাঁর চরিত্রের নাম অখিলেশ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
9/10

'কিছুক্ষণ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
10/10

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অমৃতা দে। বনির দিদির ভূমিকায় অভিনয় করছেন তিনি।
Published at : 29 Jul 2022 02:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















