এক্সপ্লোর
Sunil Shetty Birthday: যৌনপল্লী থেকে শতাধিক তরুণীকে উদ্ধার, বাস্তবের নায়ক সুনীল কৃতিত্ব নিতে যাননি কখনও
Sunil Shetty Facts: সুপর্দার বাইরে নায়ক হওয়ার ক্ষমতা আছে কয়জনের! আতসকাচ হাতে খুঁজতে বসলে যাঁদের নাম উঠে আসবে, সেই তালিকায় অবশ্যই থাকবে সুনীল শেট্টির নাম।
সুনীল শেট্টি। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

একাহাতে দু’ডন গুন্ডাকে মেরে শুইয়ে দিচ্ছেন। পুলিশের আগে অপরাধস্থলে পৌঁছে যাচ্ছেন। আইন-আদালতের অপেক্ষা নয়, অন দ্য স্পট বিচার করে দিচ্ছেন। দশকের পর দশক সিনেমার পর্দায় নায়কের নানা সংজ্ঞা উঠে এসেছে।
2/10

কিন্তু পর্দার বাইরে নায়ক হওয়ার ক্ষমতা আছে কয়জনের! আতসকাচ হাতে খুঁজতে বসলে যাঁদের নাম উঠে আসবে, সেই তালিকায় অবশ্যই থাকবে সুনীল শেট্টির নাম। পর্দায় এবং পর্দার বাইরে, সঠিক অর্থেই নায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
Published at : 11 Aug 2022 06:11 PM (IST)
আরও দেখুন






















