এক্সপ্লোর
'Naach Baby': সানি লিওনি-রেমো ডি'সুজা এক ফ্রেমে, মুক্তি পেল 'নাচ বেবি'
'Naach Baby' Out: একসঙ্গে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
প্রকাশ্যে 'নাচ বেবি'
1/9

মন জয় করেছিল গানের পোস্টার ও টিজার। অবশেষে মুক্তি পেল মাচাও মিউজিকের প্রথম মিউজিক ভিডিও, 'নাচ বেবি'।
2/9

গানে বিখ্যাত নৃত্যশিল্পী ও পরিচালক রেমো ডি'সুজার সঙ্গে তালে তাল মেলাতে দেখা গেল সানি লিওনিকে।
3/9

'সানি ও ড্যানিয়েলের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আমি খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি।'
4/9

ভূমি ত্রিবেদী ও ভিপিন পাটওয়ার এই গানের হাত ধরে প্রথমবার একসঙ্গে দেখা গেল সানি লিওনি ও রেমো ডি'সুজাকে।
5/9

একসঙ্গে এক ফ্রেমে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
6/9

সানি লিওনির কথায়, 'এটি একটি গরবা নাচের গান। এই কাজটা করতে পেরে ভীষণ খুশি।'
7/9

সানি বলেন, 'আমার "রাখী" ভাই হিতেন্দ্র কাপোপারা এই কাজটি করতে বলেছিলেন। সেই সঙ্গে রেমোর সঙ্গে কাজ করতে পারা একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।'
8/9

'মাচাও মিউজিক' ও এই গানের প্রযোজক পীষূষ জৈন বলেন, 'সানি আমাদের পরিবারের সদস্য।'
9/9

সানির অভিনয়ের সঙ্গে নাচের মিশেল, এই গানটিকে অন্য মাত্রা দিয়েছে। এই মিউজিক ভিডিওয় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হন সানি লিওনি, জানান প্রযোজক।
Published at : 06 Sep 2022 09:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























